ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের নিয়ে খোলা বাসসহ গাড়িবহর নিয়ে উল্লাস করার ভিডিও প্রচার করা হচ্ছে। ওই ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ট্রেলিয়া টিমকে নিজ দেশে বীরের মতো বরণ করে নিল।
টিকটকে এ দাবিতে ভাইরাল এক ভিডিও রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২৮ হাজার বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ৩ হাজারের বেশি। এছাড়া একই ভিডিও অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে যাচ্ছে এমন ক্যাপশনেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এ দাবিতে ভাইরাল এক ভিডিও ৩ লাখ বারের বেশি দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২০ হাজারের বেশি। টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, খেলোয়াড়দের নিয়ে খোলা বাসসহ গাড়িবহর নিয়ে উল্লাস করার ভিডিওটি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের উপলক্ষে নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যায়, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম আরব ও আফ্রিকান টিম হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাস লিখে মরক্কো ফুটবল টিম। পরে ২০ ডিসেম্বর দলটি দেশে ফিরলে দেশটির ফুটবল সমর্থকেরা তাদের খোলা বাসে করে সংবর্ধনা জানায়।
এ ভিডিওর সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উপলক্ষে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি দেখুন এখানে। অর্থাৎ ২০২২ সালে মরক্কো ফুটবল টিমকে সংবর্ধনার সময়ে ধারণ করা ভিডিওকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে গাড়িবহর নিয়ে উল্লাস করার দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া দল বিশ্বকাপ জিতলেও তাদেরকে নিয়ে তেমন উদ্যাপনের কোনো তথ্য পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
২০২২ ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলে অসাধারণ পারফরম্যান্সে চতুর্থ স্থান অর্জন করে মরক্কো। দেশে ফেরার পরে তাদেরকে দেশটির ফুটবল সমর্থকেরা খোলা বাসে করে সংবর্ধনা জানায়। সে ঘটনার ধারণ করা ভিডিওকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উপলক্ষে প্রচার করা হচ্ছে।
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের নিয়ে খোলা বাসসহ গাড়িবহর নিয়ে উল্লাস করার ভিডিও প্রচার করা হচ্ছে। ওই ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ট্রেলিয়া টিমকে নিজ দেশে বীরের মতো বরণ করে নিল।
টিকটকে এ দাবিতে ভাইরাল এক ভিডিও রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২৮ হাজার বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ৩ হাজারের বেশি। এছাড়া একই ভিডিও অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে যাচ্ছে এমন ক্যাপশনেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এ দাবিতে ভাইরাল এক ভিডিও ৩ লাখ বারের বেশি দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২০ হাজারের বেশি। টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, খেলোয়াড়দের নিয়ে খোলা বাসসহ গাড়িবহর নিয়ে উল্লাস করার ভিডিওটি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের উপলক্ষে নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যায়, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম আরব ও আফ্রিকান টিম হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাস লিখে মরক্কো ফুটবল টিম। পরে ২০ ডিসেম্বর দলটি দেশে ফিরলে দেশটির ফুটবল সমর্থকেরা তাদের খোলা বাসে করে সংবর্ধনা জানায়।
এ ভিডিওর সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উপলক্ষে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি দেখুন এখানে। অর্থাৎ ২০২২ সালে মরক্কো ফুটবল টিমকে সংবর্ধনার সময়ে ধারণ করা ভিডিওকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে গাড়িবহর নিয়ে উল্লাস করার দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া দল বিশ্বকাপ জিতলেও তাদেরকে নিয়ে তেমন উদ্যাপনের কোনো তথ্য পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
২০২২ ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলে অসাধারণ পারফরম্যান্সে চতুর্থ স্থান অর্জন করে মরক্কো। দেশে ফেরার পরে তাদেরকে দেশটির ফুটবল সমর্থকেরা খোলা বাসে করে সংবর্ধনা জানায়। সে ঘটনার ধারণ করা ভিডিওকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উপলক্ষে প্রচার করা হচ্ছে।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৮ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২২ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫