ফ্যাক্টচেক ডেস্ক
সবশেষ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালে, কাতারে। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে, যুক্তরাষ্ট্রে। সম্প্রতি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলের কিট স্পনসর প্রতিষ্ঠান নাইকি দেশটির ২০২৬ বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করেছে— এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, ব্রাজিলের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র কথিত জার্সিটি পরে ছবি তুলেছেন। গত শুক্রবার (২৪ মে) জুয়েল খান নামের ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৭ হাজার রিয়েকশন পড়েছে।
আবার গত রোববার (২৬ মে) ‘আলমগীর হোসাইন নিলয় এনএফএ’ নামের আরেকটি ফেসবুক পেজ থেকে গাব্রিয়েল মার্টিনেলির অ্যাডিডাসের লোগো সংবলিত জার্সি পরা একটি ছবি শেয়ার করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, অ্যাডিডাস ২০২৬ বিশ্বকাপের ব্রাজিলের জার্সি উন্মোচন করেছে। পোস্টটিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৩ হাজার রিয়েকশন পড়েছে। পোস্টগুলোর কমেন্টবক্সে অনেক ফেসবুক ব্যবহারকারী এই তথ্যের উৎস জানতে চেয়ে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার জার্সিটির নকশার প্রশংসাও করেছেন।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সি কি উন্মোচন করা হয়েছে?
তথ্যটির সত্যতা যাচাইয়ে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ঘুরে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানেও নাইকি বা অ্যাডিডাসের পক্ষ থেকে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিলের জার্সি উন্মোচনের কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে এক্সে (সাবেক টুইটার) গত ৭ মে একটি টুইট পাওয়া যায়। গোলেদা দ্য জোয়েইরা (Goleada da Zoeira) নামের এক্স অ্যাকাউন্ট থেকে আরও দুটি ছবির সঙ্গে জিনিসিয়াস জুনিয়রের ছবিটি পোস্ট করা হয়। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে পাওয়া এটিই এ সংক্রান্ত সবচেয়ে পুরোনো পোস্ট। তবে ভিনিয়াস জুনিয়রের পরা জার্সিটি ২০২৬ বিশ্বকাপের জন্য বানানো হয়েছে, টুইটটিতে এমন কোনো তথ্য নেই।
বরং ছবিগুলোর ব্যাপারে এক্স অ্যাকাউন্টটি থেকে পর্তুগিজ ভাষায় দেওয়া ক্যাপশনে বলা হয়, ‘ব্রাজিল দলের জন্য আপনি কোনটি বেছে নেবেন, নাইকি, অ্যাডিডাস নাকি পুমা?’ টুইটটিতে ভিনিয়াসকে নাইকির, গাব্রিয়েল মার্টিনেলিকে অ্যাডিডাসের এবং নেইমার জুনিয়রকে পুমার লোগো সম্বলিত আলাদা ডিজাইনের জার্সি পরিহিত দেখা যায়।
পরে আরও খুঁজে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলে গত ৬ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ব্রাজিল জাতীয় দলের বর্তমান কিট স্পনসর নাইকি। প্রতিষ্ঠানটির সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশনের ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে এর মধ্যেই অ্যাডিডাস এবং পুমা থেকে যেকোনো একটি প্রতিষ্ঠান ব্রাজিলের কিট স্পনসর হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ফেডারেশনের সঙ্গে বড় অঙ্কের চুক্তিতে যেতে আগ্রহী তারা।
যেহেতু ব্রাজিলের বর্তমান স্পনসর নাইকি এবং ২০২৬ সাল পর্যন্ত কোম্পানিটির সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে, তাই এ চুক্তির মেয়াদে অন্য কোনো প্রতিষ্ঠান ব্রাজিলের অফিশিয়াল জার্সি উন্মোচন করতে পারে না।
এ ছাড়া ইউওএলের প্রতিবেদন থেকেও এটি স্পষ্ট, ব্রাজিলের তিন ফুটবলারের নাইকি, অ্যাডিডাস ও পুমার জার্সি পরিহিত ছবিগুলো ‘গোলেদা দ্য জোয়েইরা’ এক্স অ্যাকাউন্টটি থেকে টুইট করা হয় ইউওএলের প্রতিবেদনের ভিত্তিতেই। পরে ছবিগুলো ভিন্ন ভিন্ন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
সবশেষ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালে, কাতারে। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে, যুক্তরাষ্ট্রে। সম্প্রতি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলের কিট স্পনসর প্রতিষ্ঠান নাইকি দেশটির ২০২৬ বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করেছে— এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, ব্রাজিলের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র কথিত জার্সিটি পরে ছবি তুলেছেন। গত শুক্রবার (২৪ মে) জুয়েল খান নামের ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৭ হাজার রিয়েকশন পড়েছে।
আবার গত রোববার (২৬ মে) ‘আলমগীর হোসাইন নিলয় এনএফএ’ নামের আরেকটি ফেসবুক পেজ থেকে গাব্রিয়েল মার্টিনেলির অ্যাডিডাসের লোগো সংবলিত জার্সি পরা একটি ছবি শেয়ার করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, অ্যাডিডাস ২০২৬ বিশ্বকাপের ব্রাজিলের জার্সি উন্মোচন করেছে। পোস্টটিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৩ হাজার রিয়েকশন পড়েছে। পোস্টগুলোর কমেন্টবক্সে অনেক ফেসবুক ব্যবহারকারী এই তথ্যের উৎস জানতে চেয়ে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার জার্সিটির নকশার প্রশংসাও করেছেন।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সি কি উন্মোচন করা হয়েছে?
তথ্যটির সত্যতা যাচাইয়ে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ঘুরে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানেও নাইকি বা অ্যাডিডাসের পক্ষ থেকে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিলের জার্সি উন্মোচনের কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে এক্সে (সাবেক টুইটার) গত ৭ মে একটি টুইট পাওয়া যায়। গোলেদা দ্য জোয়েইরা (Goleada da Zoeira) নামের এক্স অ্যাকাউন্ট থেকে আরও দুটি ছবির সঙ্গে জিনিসিয়াস জুনিয়রের ছবিটি পোস্ট করা হয়। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে পাওয়া এটিই এ সংক্রান্ত সবচেয়ে পুরোনো পোস্ট। তবে ভিনিয়াস জুনিয়রের পরা জার্সিটি ২০২৬ বিশ্বকাপের জন্য বানানো হয়েছে, টুইটটিতে এমন কোনো তথ্য নেই।
বরং ছবিগুলোর ব্যাপারে এক্স অ্যাকাউন্টটি থেকে পর্তুগিজ ভাষায় দেওয়া ক্যাপশনে বলা হয়, ‘ব্রাজিল দলের জন্য আপনি কোনটি বেছে নেবেন, নাইকি, অ্যাডিডাস নাকি পুমা?’ টুইটটিতে ভিনিয়াসকে নাইকির, গাব্রিয়েল মার্টিনেলিকে অ্যাডিডাসের এবং নেইমার জুনিয়রকে পুমার লোগো সম্বলিত আলাদা ডিজাইনের জার্সি পরিহিত দেখা যায়।
পরে আরও খুঁজে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলে গত ৬ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ব্রাজিল জাতীয় দলের বর্তমান কিট স্পনসর নাইকি। প্রতিষ্ঠানটির সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশনের ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে এর মধ্যেই অ্যাডিডাস এবং পুমা থেকে যেকোনো একটি প্রতিষ্ঠান ব্রাজিলের কিট স্পনসর হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ফেডারেশনের সঙ্গে বড় অঙ্কের চুক্তিতে যেতে আগ্রহী তারা।
যেহেতু ব্রাজিলের বর্তমান স্পনসর নাইকি এবং ২০২৬ সাল পর্যন্ত কোম্পানিটির সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে, তাই এ চুক্তির মেয়াদে অন্য কোনো প্রতিষ্ঠান ব্রাজিলের অফিশিয়াল জার্সি উন্মোচন করতে পারে না।
এ ছাড়া ইউওএলের প্রতিবেদন থেকেও এটি স্পষ্ট, ব্রাজিলের তিন ফুটবলারের নাইকি, অ্যাডিডাস ও পুমার জার্সি পরিহিত ছবিগুলো ‘গোলেদা দ্য জোয়েইরা’ এক্স অ্যাকাউন্টটি থেকে টুইট করা হয় ইউওএলের প্রতিবেদনের ভিত্তিতেই। পরে ছবিগুলো ভিন্ন ভিন্ন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৫ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৮ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২২ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৩ দিন আগে