Ajker Patrika

জীবননগরে ৫০ বছরেও সংস্কার হয়নি সেতু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪০
জীবননগরে ৫০ বছরেও সংস্কার হয়নি সেতু

চুয়াডাঙ্গার জীবননগর পৌরশহরের লক্ষ্মীপুরে ভেঙে ফেলা সেতু ৫০ বছরেও সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জীবননগরকে হানাদার মুক্ত রাখতে মুক্তিযোদ্ধারা এই সেতুর একাংশ ভেঙে ফেলেন। ৪০০ গজ দৈর্ঘ্যের সেতু সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় ছয় কিলোমিটার পথ ঘুরে হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে যেতে হয় আশপাশের মানুষকে।

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভাকে দুভাগে বিভক্ত করেছে ভৈরব নদ। এ নদের ওপর দুটি সেতু। একটি পুরোনো সেতু বা ভাঙা সেতু। অপরটি নতুন সেতু। ব্রিটিশ আমলে ভৈরব নদের ওপর পুরোনো সেতুটি নির্মিত হয়। মুক্তিযুদ্ধের সময় জীবননগরকে পাক হানাদার মুক্ত রাখতে মুক্তিযোদ্ধারা সেতুটির একাংশ ভেঙে ফেলেন। যুদ্ধের পর জোড়াতালি দিয়ে এটি চলাচল উপযোগী করা হয়। তৎকালীন চুয়াডাঙ্গা মহকুমার সঙ্গে জীবননগর থানার সড়ক পথের যোগাযোগ এই সেতু দিয়েই হতো।

এক সময় সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পৌরসভার চেয়ারম্যান আশরাফুল হক পৌরসভার অর্থায়নে এটি সংস্কার করেন। পরবর্তীতে শুধু মানুষ চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়।

সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। কোনো রোগীকে হাসপাতালে নিতে বা বিক্রির জন্য পণ্য শহরে নিতে হলে ছয় কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। অথচ ৪০০ গজ সেতু হলে এই ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে হয় না।

এ বিষয়ে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন খোকনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ব্রিজটির কারণে আমার ওয়ার্ডের জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যক্তিগতভাবে এটি চলাচলের উপযোগী করার চেষ্টা করছি।’

জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘লক্ষ্মীপুরের এ ভাঙ্গা ব্রিজটি পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করেছে। এটি ব্যবহার অনুপযোগী হওয়ায় জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য আমি আমাদের এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য। কোনো সংস্থা থেকে যদি নতুন ব্রিজ নির্মাণে ব্যর্থ হই, তাহলে আমি পৌরসভার অর্থায়নে এখানে ব্রিজ নির্মাণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত