Ajker Patrika

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে নতুন সভাপতি

সংবাদ বিজ্ঞপ্তি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১: ০৯
মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে নতুন সভাপতি

রাজধানীর ঐতিহ্যবাহী মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন আবৃত্তিকার, অনুষ্ঠান উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আবদুল মতিন ভূঁইয়া। গত সোমবার তাঁকে নতুন সভাপতি মনোনীত করা হয়। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবদুল মতিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতিতে বিএসএস ও এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি এখন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলা একাডেমি আজীবন সদস্য ও বাঙালি সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বেসিস), ট্রাভেল এজেন্টদের সংগঠন (আটাব), ট্যুর অপারেটরদের সংগঠন (টোয়াব), হজ এজেন্সি মালিকদের সংগঠন (হাব), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন আবদুল মতিন ভূঁইয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত