Ajker Patrika

কুমিল্লা মুক্ত দিবসে বর্ণাঢ্য আয়োজন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ৫২
কুমিল্লা মুক্ত দিবসে বর্ণাঢ্য আয়োজন

বর্ণাঢ্য আয়োজনে ৮ ডিসেম্বর কুমিল্লা পাকিস্তান বাহিনী মুক্ত দিবস উদ্‌যাপিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে টাউন হল মাঠে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন শুরু হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান কুমিল্লার আপামর জনতা।

কুমিল্লা মুক্ত দিবসের শোভাযাত্রায় নেতৃত্ব দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার।

এতে অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানোর পর স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন অংশগ্রহণকারীরা।

এদিকে গতকাল বিকেলে ‘সুবর্ণ জয়ের নিশান ওড়ে-বিজয় পথে পথে’ শিরোনামে কুমিল্লায় আঞ্চলিক মুক্তিযোদ্ধা মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল কুমিল্লা টাউন হল মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর থেকে আসা ৫ শতাধিক মুক্তিযোদ্ধা এতে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. প্রাণ গোপাল দত্ত, পুলিশ সুপার ফারুক আহমেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আহমেদ বাবুল প্রমুখ।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত