Ajker Patrika

বগুড়ায় যুবলীগের ৩ নেতাকর্মীকে কুপিয়ে জখম

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬: ৩০
বগুড়ায় যুবলীগের ৩ নেতাকর্মীকে কুপিয়ে জখম

আধিপত্য বিস্তার নিয়ে বগুড়ায় যুবলীগের তিন নেতাকর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার খান্দার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন যুবলীগ নেতা জাকারিয়া আদিল, যুবলীগের কর্মী শহিদুল ও পান্না। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আদিল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন গ্রুপের অনুসারী। তিনি জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক। এর আগে তিনি যুবলীগের শহর শাখার অর্থ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, আদিলের ঘনিষ্ঠ দুজন রাজনৈতিক কর্মী কাদের ও শাহ আলম শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের সঙ্গে মালতিনগর এলাকার রতন, সেতু ও রেজা নামে তিনজনের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে রতন, সেতু, রেজাসহ ১৫-১৬ জন ঠনঠনিয়া পশ্চিমপাড়া

এলাকায় কাদের ও শাহ আলমের বাড়িতে হামলা চালান। ঘটনাটি জানতে পেরে খান্দার বাজার এলাকার বাসা থেকে আদিল তাঁর দুই কর্মী শহিদুল ও পান্নাকে নিয়ে ঠনঠনিয়া পশ্চিমপাড়ায় যাচ্ছিলেন। পথে হামলাকারীদের সঙ্গে দেখা হয় তাঁদের। আদিল তাঁদের বুঝিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছিলেন। একপর্যায়ে হামলাকারীরা আদিল, শহিদুল ও পান্নাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, যুবলীগের নেতা আদিলসহ অন্যদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল আলম মোহন বলেন, আদিলের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সংগঠন আদিলের সঙ্গে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত