অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লামেন্টে বিদায়ী ভাষণে ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন লেবার পার্টির এমপি কাইল ম্যাকগিন। এক পায়ে জুতা পরে বিদায়ী ভাষণ দেন তিনি। দীর্ঘ ৫৬ মিনিটের ভাষণ শেষে অপর পায়ের জুতায় বিয়ার ঢেলে পান করেন। জুতায় বিয়ার পানের এই কায়দা ‘শ্যুয়ি’ নামে পরিচিত। অ্যালকোহল পানের বিশেষ এই কায়দাকে জনপ্রিয় করেছেন ফর্মুলা ওয়ান তারকা ড্যানিয়েল রিকার্ডো।
বিদায়ী বক্তৃতায় ম্যাকগিন বলেন, ‘কীভাবে এই ভাষণ শেষ করব তা নিয়ে অনেক ভেবেছি। অনেক ভেবে মনে হলো এই বক্তৃতা শেষ করার একটাই উপায়। আর তা হলো—শ্যুয়ি। আমার এলাকার মানুষ এটা বেশ উপভোগ করবে বলেই আমার ধারণা। দুই মেয়াদে চমৎকার সময় কাটালাম। সবাইকে ধন্যবাদ। চিয়ার্স!’
এই বলেই একটি ক্যান থেকে জুতায় বিয়ার ঢেলে পান করেন কাইল। কাইলের এই কাণ্ডে হইচই পড়ে যায় পার্লামেন্টে। কেউ কেউ বেশ মজা পেয়েছেন এমন কাণ্ডে, হাসিমুখে করতালি দিয়ে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেন। পরিষদের সভাপতি আলানা ক্লোহেসি তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলেন, ‘সম্মানিত সদস্য, আপনি পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। আমি ধরে নিচ্ছি আপনার বক্তব্য শেষ।’
বিদায়ী ভাষণে কেইল নিজেকে একজন ‘অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাবশত রাজনীতিক হয়ে পড়েছি।’ এ সময় তিনি সরকারের ওয়েস্টপোর্ট প্রকল্পের কঠোর সমালোচনা করেন। তাঁর ভাষ্য—‘বন্দরের স্বয়ংক্রিয়করণ আসলে একটা প্রহসন ও ঠাট্টা।’
এ সময় মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন কেইল। জানান, এমপি হওয়ার দেড় বছর পর একদিন তিনি এত অসুস্থ হয়ে পড়েন যে ধরে নিয়েছিলেন হার্ট অ্যাটাক হচ্ছে। পরে জানা যায় সেটি আসলে প্যানিক অ্যাটাক ছিল। সেই স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বেশ কঠিন। তবে একটা কথা বলে যেতে চাই—সাহায্য চাইতে কখনো লজ্জা পাবেন না, বিশেষ করে পুরুষেরা। সাহস করে বলে ফেলুন—আমার সাহায্য দরকার।’
২০১৭ সালে প্রথমবারের মতো উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হন কাইল ম্যাকগিন। গত মেয়াদে তিনি সংসদীয় সচিবের দায়িত্ব পালন করেন। বিদায়ী সপ্তাহেও পার্লামেন্টে আলোচনার জন্ম দেন তিনি। গত মঙ্গলবার দেওয়া শেষ বক্তব্যে তিনি বহুজাতিক আমেরিকান জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের কর ও কর্মসংস্থান নীতির তীব্র সমালোচনা করে বলেন, ‘শেভরন শুধু স্বল্পমেয়াদি মুনাফায় আগ্রহী। তারা আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে, অথচ স্থানীয় শ্রমিকদের উন্নয়নে কিছুই করছে না।’
তাঁর এই বক্তব্যে প্রিমিয়ার রজার কুক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উনি যা বলেছেন তা তাঁর নিজস্ব মত। আমি একমত নই। শেভরন আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং তারা পশ্চিম অস্ট্রেলিয়ার শ্রমিকদের সহযোগিতা করছে।’
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লামেন্টে বিদায়ী ভাষণে ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন লেবার পার্টির এমপি কাইল ম্যাকগিন। এক পায়ে জুতা পরে বিদায়ী ভাষণ দেন তিনি। দীর্ঘ ৫৬ মিনিটের ভাষণ শেষে অপর পায়ের জুতায় বিয়ার ঢেলে পান করেন। জুতায় বিয়ার পানের এই কায়দা ‘শ্যুয়ি’ নামে পরিচিত। অ্যালকোহল পানের বিশেষ এই কায়দাকে জনপ্রিয় করেছেন ফর্মুলা ওয়ান তারকা ড্যানিয়েল রিকার্ডো।
বিদায়ী বক্তৃতায় ম্যাকগিন বলেন, ‘কীভাবে এই ভাষণ শেষ করব তা নিয়ে অনেক ভেবেছি। অনেক ভেবে মনে হলো এই বক্তৃতা শেষ করার একটাই উপায়। আর তা হলো—শ্যুয়ি। আমার এলাকার মানুষ এটা বেশ উপভোগ করবে বলেই আমার ধারণা। দুই মেয়াদে চমৎকার সময় কাটালাম। সবাইকে ধন্যবাদ। চিয়ার্স!’
এই বলেই একটি ক্যান থেকে জুতায় বিয়ার ঢেলে পান করেন কাইল। কাইলের এই কাণ্ডে হইচই পড়ে যায় পার্লামেন্টে। কেউ কেউ বেশ মজা পেয়েছেন এমন কাণ্ডে, হাসিমুখে করতালি দিয়ে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেন। পরিষদের সভাপতি আলানা ক্লোহেসি তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলেন, ‘সম্মানিত সদস্য, আপনি পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। আমি ধরে নিচ্ছি আপনার বক্তব্য শেষ।’
বিদায়ী ভাষণে কেইল নিজেকে একজন ‘অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাবশত রাজনীতিক হয়ে পড়েছি।’ এ সময় তিনি সরকারের ওয়েস্টপোর্ট প্রকল্পের কঠোর সমালোচনা করেন। তাঁর ভাষ্য—‘বন্দরের স্বয়ংক্রিয়করণ আসলে একটা প্রহসন ও ঠাট্টা।’
এ সময় মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন কেইল। জানান, এমপি হওয়ার দেড় বছর পর একদিন তিনি এত অসুস্থ হয়ে পড়েন যে ধরে নিয়েছিলেন হার্ট অ্যাটাক হচ্ছে। পরে জানা যায় সেটি আসলে প্যানিক অ্যাটাক ছিল। সেই স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বেশ কঠিন। তবে একটা কথা বলে যেতে চাই—সাহায্য চাইতে কখনো লজ্জা পাবেন না, বিশেষ করে পুরুষেরা। সাহস করে বলে ফেলুন—আমার সাহায্য দরকার।’
২০১৭ সালে প্রথমবারের মতো উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হন কাইল ম্যাকগিন। গত মেয়াদে তিনি সংসদীয় সচিবের দায়িত্ব পালন করেন। বিদায়ী সপ্তাহেও পার্লামেন্টে আলোচনার জন্ম দেন তিনি। গত মঙ্গলবার দেওয়া শেষ বক্তব্যে তিনি বহুজাতিক আমেরিকান জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের কর ও কর্মসংস্থান নীতির তীব্র সমালোচনা করে বলেন, ‘শেভরন শুধু স্বল্পমেয়াদি মুনাফায় আগ্রহী। তারা আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে, অথচ স্থানীয় শ্রমিকদের উন্নয়নে কিছুই করছে না।’
তাঁর এই বক্তব্যে প্রিমিয়ার রজার কুক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উনি যা বলেছেন তা তাঁর নিজস্ব মত। আমি একমত নই। শেভরন আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং তারা পশ্চিম অস্ট্রেলিয়ার শ্রমিকদের সহযোগিতা করছে।’
নরওয়ের বাইনেসেট এলাকায় অবস্থিত ত্রনহেইম ফিয়র্ডের তীরে বসবাসকারী ইয়োহান হেলবার্গের জীবনে ঘটেছে অভাবনীয় এক ঘটনা। তাঁর বাড়ির উঠানেই উঠে এসেছে ১৩৫ মিটার দীর্ঘ একটি বিশাল কনটেইনার জাহাজ। কিন্তু এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরও গভীর ঘুমে ছিলেন ইয়োহান!
২ ঘণ্টা আগেপাকিস্তানকে জঙ্গলের আইনে পরিচালিত দেশ আখ্যা দিয়ে আসিম মুনিরের ‘ফিল্ড মার্শাল’ হওয়া নিয়ে কটাক্ষ করেছেন তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি এক এক্স পোস্টে বলেছেন, ‘দেশ এখন জঙ্গলের আইনে শাসিত হচ্ছে। জঙ্গলে রাজাই মানায়, ফিল্ড মার্শাল নয়।’ পাকিস্তানি দ্য ডনের পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া একে অপরকে ৩৯০ জন করে সেনা ও বেসামরিক নাগরিক হস্তান্তর করেছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দী বিনিময়।
২ ঘণ্টা আগেপ্রতীকী ছবিটি ১৯৮৯ সালের ভাগলপুর মুসলিমবিরোধী দাঙ্গার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়, যেখানে হিন্দু-মুসলিম দাঙ্গায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল (যার মধ্যে মুসলমান ছিল ৯০০ জনের মতো)। এর পাশাপাশি বিহারের লগাইন গ্রামে ১১০ জন মুসলিমকে হত্যা করা হয়। পরবর্তীকালে তাদের একটি খামারে পুঁতে ফেলা হয়েছিল
৩ ঘণ্টা আগে