Ajker Patrika

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৫, ১২: ১৩
আবুল হোসেন রাফি। ছবি: সংগৃহীত
আবুল হোসেন রাফি। ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে আহত আবুল হোসেন রাফি (১৮) মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন (৬০) পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মারা যান রাফি। এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা।

নিহত আবুল হোসেন রাফি অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলিপুর গ্রামের আজাদের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন। অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন একই এলাকার সুজায়েত উল্যার ছেলে।

রাফির পরিবার ও বন্ধুরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অশ্বদিয়া সোলেমান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় একজনের হাত লেগে রাফির বন্ধু রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরে খেলার মাঠ থেকে রুমনকে চাঁনমিয়া মোড়ের পল্লি চিকিৎসক শাহীনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তাঁর সঙ্গে উপস্থিত সবার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাফির সঙ্গে চিকিৎসক শাহীনের হাতাহাতির মধ্যে শাহিন রাফিকে চায়ের দোকান থেকে একটি ছুরি নিয়ে গলায় আঘাত করেন। এতে রাফির গলার ধমনি কেটে যায়। পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনেরা তাঁর মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন। তাঁরা বলেছেন, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় রাফির মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

ইসলামী ব্যাংকে লুটপাট: শুধু খাতুনগঞ্জ শাখার ক্ষতি পোষাতেই লাগবে ১৩ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত