মাদারীপুর প্রতিনিধি
ভর্তির ছয় মাস পার হলেও ক্লাস শুরু হয়নি মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি)। এর ফলে তিনটি বিভাগে ভর্তি হওয়া ৮৯ জন শিক্ষার্থী তাঁদের শিক্ষা কার্যক্রম নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন। তবে প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, আগামী জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
অপর দিকে প্রতিষ্ঠানটি পৌনে তিন বছরেও চালু না হওয়ায় দামি যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া ভবনটি নিরিবিলি থাকায় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
তাই সচেতন মহলের দাবি, কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের কার্যক্রম দ্রুত চালু করা হোক।
জানা গেছে, মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ভবনটি ২০১৮ সালের ৩ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার সৈয়দারবালী এলাকায় নির্মাণকাজ শুরু হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে আটতলা ভবনটির নির্মাণকাজ করা হয়। ভবন নির্মাণ শেষ হলে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উদ্বোধন করেন।
উদ্বোধনের প্রায় পৌনে তিন বছর হলেও এখনো কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। এতে একদিকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানটির আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রপাতি অযত্ন ও অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া বহু টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ-সংযোগ।
মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠানটি চালু হলে চার বছর মেয়াদি কোর্সে প্যাথলজিস্ট, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ডেন্টাল, ফিজিওথেরাপি, স্বাস্থ্য পরিদর্শকসহ বিভিন্ন শাখায় প্রতিবছর সাড়ে তিন শ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে ক্লাস চালু হবে। এর জন্য একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিনজনকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া এ বছরের জুনে ২০২১-২২ শিক্ষাবর্ষের তিনটি বিভাগে ভর্তি শুরু হয়। ফার্মাসি, রেডিওথেরাপি ও ল্যাবরেটরি বিভাগে মোট ৮৯ জন শিক্ষার্থী ভর্তি হন। তবে এখন পর্যন্ত ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মূল ভবনের ছয়টি গ্লাস এবং একাডেমিক ভবনের একটি গ্লাস ভেঙে গেছে। ভবনের অনেক জায়গায় রং ও প্লাস্টার উঠে গেছে। ভবনের মধ্যে থাকা চেয়ার-টেবিলে ধুলা-ময়লা জমে গেছে।
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, ভবনটি নিরিবিলি থাকায় স্থানীয় মাদকসেবীরা এখানে বসে নির্ভয়ে মাদক সেবন করে থাকে।
আইএইচটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থী তৃষ্ণা, সুমন, জয়া, শিউলি, সংগীতাসহ একাধিক শিক্ষার্থী জানান, ছয় মাস পার হয়েছে, তবুও তাঁদের ক্লাস শুরু হয়নি। তাঁরা অনিশ্চয়তার মধ্যে আছেন।
আইএইচটি প্রতিষ্ঠানের মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান বলেন, ‘আগামী জানুয়ারিতে ক্লাস শুরু হবে। এরই মধ্যে বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের ভর্তিও করানো হয়েছে। তবে একাডেমিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত লোকবল নেই। লোকবলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।’
ভর্তির ছয় মাস পার হলেও ক্লাস শুরু হয়নি মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি)। এর ফলে তিনটি বিভাগে ভর্তি হওয়া ৮৯ জন শিক্ষার্থী তাঁদের শিক্ষা কার্যক্রম নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন। তবে প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, আগামী জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
অপর দিকে প্রতিষ্ঠানটি পৌনে তিন বছরেও চালু না হওয়ায় দামি যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া ভবনটি নিরিবিলি থাকায় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
তাই সচেতন মহলের দাবি, কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের কার্যক্রম দ্রুত চালু করা হোক।
জানা গেছে, মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ভবনটি ২০১৮ সালের ৩ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার সৈয়দারবালী এলাকায় নির্মাণকাজ শুরু হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে আটতলা ভবনটির নির্মাণকাজ করা হয়। ভবন নির্মাণ শেষ হলে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উদ্বোধন করেন।
উদ্বোধনের প্রায় পৌনে তিন বছর হলেও এখনো কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। এতে একদিকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানটির আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রপাতি অযত্ন ও অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া বহু টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ-সংযোগ।
মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠানটি চালু হলে চার বছর মেয়াদি কোর্সে প্যাথলজিস্ট, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ডেন্টাল, ফিজিওথেরাপি, স্বাস্থ্য পরিদর্শকসহ বিভিন্ন শাখায় প্রতিবছর সাড়ে তিন শ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে ক্লাস চালু হবে। এর জন্য একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিনজনকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া এ বছরের জুনে ২০২১-২২ শিক্ষাবর্ষের তিনটি বিভাগে ভর্তি শুরু হয়। ফার্মাসি, রেডিওথেরাপি ও ল্যাবরেটরি বিভাগে মোট ৮৯ জন শিক্ষার্থী ভর্তি হন। তবে এখন পর্যন্ত ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মূল ভবনের ছয়টি গ্লাস এবং একাডেমিক ভবনের একটি গ্লাস ভেঙে গেছে। ভবনের অনেক জায়গায় রং ও প্লাস্টার উঠে গেছে। ভবনের মধ্যে থাকা চেয়ার-টেবিলে ধুলা-ময়লা জমে গেছে।
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, ভবনটি নিরিবিলি থাকায় স্থানীয় মাদকসেবীরা এখানে বসে নির্ভয়ে মাদক সেবন করে থাকে।
আইএইচটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থী তৃষ্ণা, সুমন, জয়া, শিউলি, সংগীতাসহ একাধিক শিক্ষার্থী জানান, ছয় মাস পার হয়েছে, তবুও তাঁদের ক্লাস শুরু হয়নি। তাঁরা অনিশ্চয়তার মধ্যে আছেন।
আইএইচটি প্রতিষ্ঠানের মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান বলেন, ‘আগামী জানুয়ারিতে ক্লাস শুরু হবে। এরই মধ্যে বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের ভর্তিও করানো হয়েছে। তবে একাডেমিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত লোকবল নেই। লোকবলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫