Ajker Patrika

জিম্যাট নিয়ে জানা অজানা

ফারিয়া ইসলাম দীপ্তি
আপডেট : ০২ জুলাই ২০২২, ১৯: ০৯
জিম্যাট নিয়ে জানা অজানা

গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট বা জিম্যাট। এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবস্থাপনা ও বাণিজ্যে উচ্চশিক্ষার জন্য গ্রহণ করা হয়। সাধারণত সম্মান শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থী, যাঁরা যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এমবিএ পড়তে ইচ্ছুক তাদের ভর্তির জন্য জিম্যাট দরকার হয়। বছরের যেকোনো সময়ে এ পরীক্ষা দেওয়া যায়। নম্বরের ওপর ভিত্তি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকে। এ ছাড়া ফলাফলের ভিত্তিতে বৃত্তি ও গবেষণা অনুদান পাওয়ার সুযোগ আছে। আজ থাকছে জিম্যাট নিয়ে জানা অজানা আলোচনা।

জিম্যাট কী?
জিম্যাট হলো একটি বিজনেস স্কুলের প্রবেশিকা পরীক্ষা, যা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয় এবং এতে নিম্নলিখিত চারটি উপাদান রয়েছে। উপাদান চারটি হলো–অ্যানালিটিক্যাল রাইটিং, ইন্টিগ্রেটেড রিজনিং, কোয়ানটিটেটিভ, ভার্বাল ইত্যাদি।

  • অ্যানালিটিক্যাল রাইটিং: একটি বিশ্লেষণাত্মক লেখার মূল্যায়ন, যা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং যোগাযোগ দক্ষতা পরিমাপ করে।
  • ইন্টিগ্রেটেড রিজনিং: একটি সমন্বিত যুক্তি বিভাগ, যা দেখায় যে শিক্ষার্থীরা কতটা ভালোভাবে ডেটা বিশ্লেষণ করতে পারে এবং বিভিন্ন ফরম্যাটে প্রদর্শিত তথ্য ব্যাখ্যা করতে পারে।
  • কোয়ানটিটেটিভ: একটি পরিমাণগত যুক্তি বিভাগ, যা নির্ধারণ করে যে শিক্ষার্থীদের শক্তিশালী গাণিতিক ক্ষমতা এবং সংখ্যাগত সাক্ষরতা আছে কি না।
  • ভার্বাল: একটি মৌখিক যুক্তি বিভাগ, যা পড়ার বোঝার দক্ষতা, সম্পাদনা করার ক্ষমতা এবং কেউ লিখিত যুক্তি বোঝাতে পারে কি না, তা মূল্যায়ন করে।

পরীক্ষার্থীদের সংখ্যাগত, মৌখিক বা লেখার অংশ দিয়ে শুরু করে তারা কীভাবে পরীক্ষা শুরু করবে তা বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে।

জিম্যাট টেস্ট স্কোর
জিম্যাট পরীক্ষার্থীরা পরীক্ষাটি সম্পন্ন করে পাঁচটি স্কোর পাওয়ার আশা করতে পারে যার মধ্যে রয়েছে বিশ্লেষণমূলক লেখার জন্য সেকশন স্কোর, সমন্বিত যুক্তি, পরিমাণগত যুক্তি এবং মৌখিক যুক্তি, পাশাপাশি মোট স্কোর, যা মৌখিক এবং পরিমাণগত বিভাগে কর্মক্ষমতার ওপর ভিত্তি করে।

বিশ্লেষণাত্মক লেখার মূল্যায়নে স্কোরগুলো ০ থেকে ৬ পর্যন্ত, যা অর্ধ-পয়েন্ট বৃদ্ধিতে গ্রেড করা হয়। সমন্বিত যুক্তি বিভাগে ১ থেকে ৮ পর্যন্ত প্রসারিত হয়, যার আটটি সম্ভাব্য স্কোর রয়েছে, যার সব কটিই পূর্ণ সংখ্যা। পরিমাণগত যুক্তি এবং মৌখিক যুক্তি উভয় বিভাগেই সর্বনিম্ন স্কোর ০ এবং সর্বোচ্চ স্কোর ৬০, কিন্তু ৬-এর নিচে এবং ৫১-এর ওপরে স্কোর বিরল। মোট জিম্যাট স্কোর ২০০-এর সর্বনিম্ন থেকে উচ্চ ৮০০-এর মধ্যে এবং ১০ পয়েন্টের ব্যবধানে রিপোর্ট করা হয়। এই মোট স্কোরগুলি জিম্যাটের মৌখিক এবং পরিমাণগত বিভাগের প্রশ্নের উত্তরের নির্ভুলতা এবং একজন পরীক্ষার্থীর উত্তর দেওয়া প্রশ্নের অসুবিধার স্তর উভয়ের ওপর ভিত্তি করে।

জিম্যাট আর জিআরই এক নয় জিম্যাট এবং জিআরই-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো জিম্যাট বিশেষভাবে বিজনেস স্কুলগুলোকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, যেখানে জিআরই একাধিক ধরনের স্নাতক স্কুলে আরও সাধারণ ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এখন অনেক বিশ্ববিদ্যালয় জিম্যাটের বিকল্প হিসেবে জিআরই স্কোর গ্রহণ করে। অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশসহ অনেক দেশে এমবিএ করার ক্ষেত্রে জিম্যাট স্কোর কাজে লাগে।

জিম্যাটের খরচ
খরচ মূল্য পরীক্ষার অবস্থানের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। মার্কিন পরীক্ষাকেন্দ্রগুলোতে জিম্যাট পরীক্ষার খরচ ২৫০ মার্কিন ডলার।

কখন জিম্যাট-এ অংশ নেওয়া উচিত?

একজন বিজনেস স্কুল ভর্তি-ইচ্ছুক যেভাবে জিম্যাটের জন্য প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করুক না কেন তার প্রথম আবেদনের সময়সীমার অন্তত তিন থেকে চার মাস আগে তাদের পরীক্ষা নির্ধারণ করা উচিত।

জিম্যাটের ইন্টিগ্রেটেড রিজনিং বিভাগে কী কী দক্ষতা পরীক্ষা করা হয়?

সমন্বিত যুক্তি বিভাগটি একজন আবেদনকারীর ডেটা বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করার জন্য ডিজাইন করা হয়েছে দুটি দক্ষতা সেট যা এমবিএ গ্র্যাজুয়েটদের অনেক নিয়োগকর্তার জন্য গুরুত্বপূর্ণ। আইআর বিভাগ—বিজনেস স্কুল এবং করপোরেট নিয়োগকারীদের কাছ থেকে ইনপুট নিয়ে তৈরি, বিশেষ করে আজকের চাকরির বাজারে প্রাসঙ্গিক বাস্তব-বিশ্বের দক্ষতা পরিমাপ করে, যার মধ্যে একাধিক উৎস থেকে ডেটা সংশ্লেষণ করা, সম্পর্কগুলো দেখার জন্য ডেটা সংগঠিত করা এবং এর ওপর ভিত্তি করে বিচার করা

আবেদনের প্রক্রিয়া
এই পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, পরীক্ষা নেওয়া, মানদন্ড নির্ধারণ করা থেকে শুরু করে এ জাতীয় সব কাজই করে থাকে গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন কাউন্সিল (জিএমএসি)। জিএমএসির ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে নিবন্ধন করতে হয়।

সূত্র: ইউএসনিউজ.কম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত