মুহাম্মদ শফিকুর রহমান
শখ করে বন্ধুদের নিয়ে কলেজের পাশে পৌষ মেলায় গাছের দোকান দিয়েছিলেন তিনি। পুঁজি ছিল মায়ের কাছ থেকে নেওয়া মাত্র ৩০০ টাকা। মেলা শেষে হিসাব করে দেখলেন, লাভ হয়েছে ২০০ টাকা। আর কিছু গাছ থেকে গেছে অবিক্রীত। তখন তাঁর বাগান করার চিন্তা মাথায় আসে। এরপর যত দিন গেছে, ততই গাছের সংগ্রহ বেড়েছে। এখন তাঁর বাগানের এক বিঘা জায়গাজুড়ে গড়ে উঠেছে সাকুলেন্ট রাজ্য।
বাগানের পলি হাউসের নিচে কিছুটা উঁচু চৌকির ওপর তিনি চাষ করেছেন প্রায় ৩০০ প্রজাতির ৪০ হাজারের বেশি সাকুলেন্ট! এ সংখ্যার কথা শুনে সাকুলেন্ট বিশেষজ্ঞরা রীতিমতো চমকে ওঠেন। তাই হয়তো নিজের বাগানের নাম রেখেছেন ‘সাকুলেন্ট প্যারাডাইস’।
এই স্বপ্নবাজ তরুণের নাম পঙ্কজ কুমার মহন্ত। বাড়ি মোল্লাপাড়া হাট, পুঠিয়া, রাজশাহী। সেখানেই বাবা, মা আর ছোট ভাইয়ের সঙ্গে বসবাস। পঙ্কজ রাজশাহী কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
সাকুলেন্ট এক বিশেষ ধরনের উদ্ভিদ, যা পানি সংগ্রহ করে জমা রাখে শরীরে। এ জন্য তাদের পাতা বেশ পুরু ও রসাল হয়। দক্ষিণ আফ্রিকা সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদের জন্য বিখ্যাত। হালে আমাদের দেশে বাসাবাড়ির সজ্জার জন্য কিংবা বাগানের জন্য এর জনপ্রিয়তা বেড়েছে। ফলে পঙ্কজের সাকুলেন্ট বাগানের এখন পৌষ মাস। শখ পূরণের পাশাপাশি এ বাগান থেকে প্রতি মাসে তিনি আয় করছেন ৫০ হাজার টাকা। অন্যদিকে পুরো বাগানের গাছের দাম ২০ লাখ টাকা ছাড়িয়ে গেছে অনেক আগে।সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দামের গাছ আছে তাঁর বাগানে। আর সাকুলেন্টের দাম ২৫০ থেকে ১ হাজার ৫০ টাকা।
পঙ্কজের দাবি, এককভাবে বাংলাদেশে সবচেয়ে বড় সাকুলেন্ট বাগান তাঁর। এটি যে শুধু দাবি নয়, তার পক্ষে অসংখ্য প্রমাণও মেলে। বিভূতি সরকার কিংবা ইয়াকুব হোসেনের মতো সাকুলেন্ট সংগ্রাহক এবং শাহাদাত ফেরদৌস ও ফেরদৌসী আলমের মতো বিখ্যাত গাছ বিক্রেতারাও পঙ্কজের বাগানকে ‘সবচেয়ে বড়’ বলে উল্লেখ করেছেন। তবে পঙ্কজ তাঁর বাগানে শুধু সাকুলেন্ট রাখেননি, সেখানে আছে প্রায় দেড় শ প্রজাতির ১০ হাজার ক্যাকটাস।
শুধু গাছ বিক্রিই নয়; এর যত্নআত্তি, সংরক্ষণ ইত্যাদি বিষয়ে পরামর্শও দেন তিনি। সে জন্য সাকুলেন্ট প্যারাডাইস নামে একটি ফেসবুকে পেজও আছে তাঁর। আবার সাকুলেন্ট লাভারস অব বাংলাদেশ নামে একটি গ্রুপ আছে। নতুনেরা যেন কোনো সমস্যায় না পড়েন, সে জন্য নিজের নামে একটি ইউটিউব চ্যানেলও আছে তাঁর। বলা যায়, পঙ্কজের পুরো ব্যবসাই অনলাইনভিত্তিক। তিনি ভারত, চীন ও থাইল্যান্ড থেকে বিভিন্ন মাধ্যমে সাকুলেন্ট সংগ্রহের পর দেশে বংশ বৃদ্ধি করে তুলনামূলক কম দামে বিক্রি করেন। ফলে কমছে আমদানিনির্ভরতা।
বাগান নিয়ে নিজের আনন্দ-বেদনার গল্প জানতে চাইলে পঙ্কজ জানান, বাগানে কাজ করে মানসিক প্রশান্তি লাভ করেন। শুরুর দিকে অনেকে বলেছেন, এগুলো করে কী হবে, চাকরি করো। পরিবারের সহযোগিতার হাতও প্রথম দিকে তেমন শক্ত ছিল না। তবে এখন পরিবারের সবাই তাঁকে সহযোগিতা করেন। বাবা ও ছোট ভাই বাগানের কাজে সহায়তা করেন।
লেখক: সহকারী ব্যবস্থাপক, সেলস অপারেশনস, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড
শখ করে বন্ধুদের নিয়ে কলেজের পাশে পৌষ মেলায় গাছের দোকান দিয়েছিলেন তিনি। পুঁজি ছিল মায়ের কাছ থেকে নেওয়া মাত্র ৩০০ টাকা। মেলা শেষে হিসাব করে দেখলেন, লাভ হয়েছে ২০০ টাকা। আর কিছু গাছ থেকে গেছে অবিক্রীত। তখন তাঁর বাগান করার চিন্তা মাথায় আসে। এরপর যত দিন গেছে, ততই গাছের সংগ্রহ বেড়েছে। এখন তাঁর বাগানের এক বিঘা জায়গাজুড়ে গড়ে উঠেছে সাকুলেন্ট রাজ্য।
বাগানের পলি হাউসের নিচে কিছুটা উঁচু চৌকির ওপর তিনি চাষ করেছেন প্রায় ৩০০ প্রজাতির ৪০ হাজারের বেশি সাকুলেন্ট! এ সংখ্যার কথা শুনে সাকুলেন্ট বিশেষজ্ঞরা রীতিমতো চমকে ওঠেন। তাই হয়তো নিজের বাগানের নাম রেখেছেন ‘সাকুলেন্ট প্যারাডাইস’।
এই স্বপ্নবাজ তরুণের নাম পঙ্কজ কুমার মহন্ত। বাড়ি মোল্লাপাড়া হাট, পুঠিয়া, রাজশাহী। সেখানেই বাবা, মা আর ছোট ভাইয়ের সঙ্গে বসবাস। পঙ্কজ রাজশাহী কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
সাকুলেন্ট এক বিশেষ ধরনের উদ্ভিদ, যা পানি সংগ্রহ করে জমা রাখে শরীরে। এ জন্য তাদের পাতা বেশ পুরু ও রসাল হয়। দক্ষিণ আফ্রিকা সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদের জন্য বিখ্যাত। হালে আমাদের দেশে বাসাবাড়ির সজ্জার জন্য কিংবা বাগানের জন্য এর জনপ্রিয়তা বেড়েছে। ফলে পঙ্কজের সাকুলেন্ট বাগানের এখন পৌষ মাস। শখ পূরণের পাশাপাশি এ বাগান থেকে প্রতি মাসে তিনি আয় করছেন ৫০ হাজার টাকা। অন্যদিকে পুরো বাগানের গাছের দাম ২০ লাখ টাকা ছাড়িয়ে গেছে অনেক আগে।সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দামের গাছ আছে তাঁর বাগানে। আর সাকুলেন্টের দাম ২৫০ থেকে ১ হাজার ৫০ টাকা।
পঙ্কজের দাবি, এককভাবে বাংলাদেশে সবচেয়ে বড় সাকুলেন্ট বাগান তাঁর। এটি যে শুধু দাবি নয়, তার পক্ষে অসংখ্য প্রমাণও মেলে। বিভূতি সরকার কিংবা ইয়াকুব হোসেনের মতো সাকুলেন্ট সংগ্রাহক এবং শাহাদাত ফেরদৌস ও ফেরদৌসী আলমের মতো বিখ্যাত গাছ বিক্রেতারাও পঙ্কজের বাগানকে ‘সবচেয়ে বড়’ বলে উল্লেখ করেছেন। তবে পঙ্কজ তাঁর বাগানে শুধু সাকুলেন্ট রাখেননি, সেখানে আছে প্রায় দেড় শ প্রজাতির ১০ হাজার ক্যাকটাস।
শুধু গাছ বিক্রিই নয়; এর যত্নআত্তি, সংরক্ষণ ইত্যাদি বিষয়ে পরামর্শও দেন তিনি। সে জন্য সাকুলেন্ট প্যারাডাইস নামে একটি ফেসবুকে পেজও আছে তাঁর। আবার সাকুলেন্ট লাভারস অব বাংলাদেশ নামে একটি গ্রুপ আছে। নতুনেরা যেন কোনো সমস্যায় না পড়েন, সে জন্য নিজের নামে একটি ইউটিউব চ্যানেলও আছে তাঁর। বলা যায়, পঙ্কজের পুরো ব্যবসাই অনলাইনভিত্তিক। তিনি ভারত, চীন ও থাইল্যান্ড থেকে বিভিন্ন মাধ্যমে সাকুলেন্ট সংগ্রহের পর দেশে বংশ বৃদ্ধি করে তুলনামূলক কম দামে বিক্রি করেন। ফলে কমছে আমদানিনির্ভরতা।
বাগান নিয়ে নিজের আনন্দ-বেদনার গল্প জানতে চাইলে পঙ্কজ জানান, বাগানে কাজ করে মানসিক প্রশান্তি লাভ করেন। শুরুর দিকে অনেকে বলেছেন, এগুলো করে কী হবে, চাকরি করো। পরিবারের সহযোগিতার হাতও প্রথম দিকে তেমন শক্ত ছিল না। তবে এখন পরিবারের সবাই তাঁকে সহযোগিতা করেন। বাবা ও ছোট ভাই বাগানের কাজে সহায়তা করেন।
লেখক: সহকারী ব্যবস্থাপক, সেলস অপারেশনস, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪