সম্পাদকীয়
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের পরম আনন্দের এ দিনটি ধর্মের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে পৃথিবীর সর্বস্তরের সব মানুষের মাঝে। ঈদ পরিণত হয়
বিশ্বজনীন এক উৎসবে। বাংলাদেশেরও সবচেয়ে বড় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর। ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যাপন দিনটিকে সর্বজনীন উৎসবে পরিণত করে এবং সমতা, মানবিকতা, সহানুভূতি, সম্প্রীতি ও সহাবস্থানের অমোঘ বার্তা ছড়িয়ে দেয়।
ঈদ অর্থ আনন্দ, উৎসব ও ফিরে আসা। ফিতর শব্দের অর্থ রোজা ভাঙা, হালকা নাশতা করা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এ আনন্দ-উৎসব প্রতিবছর ফিরে আসে বলেই একে ঈদুল ফিতর বলা হয়। এই দিনে মুসলমানরা নতুন জামা-কাপড় পরে সকালেই ঈদগাহে গিয়ে নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে রমজানের সব আমল কবুলের আরজি পেশ করেন। মানুষের সঙ্গে কুশলবিনিময়, সালাম-মুসাফাহা-কোলাকুলি, নানা স্বাদের খাবারের আয়োজন-আপ্যায়ন, স্বজনদের খোঁজখবর নেওয়া ইত্যাদি দিনকে তাৎপর্যময় করে তোলে; বিশেষ করে জাকাত-ফিতরা ও সাধারণ দানের মাধ্যমে সমাজের দরিদ্র-অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার শিক্ষা সাম্য-সম্প্রীতির সমাজ গঠনের আহ্বান জানায়।
আন্তর্জাতিক শ্রমিক দিবস এবারের ঈদকে আরও তাৎপর্যময় করে তুলেছে। শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাই হোক এবারের ঈদের প্রধান অঙ্গীকার। ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস-বকেয়া পরিশোধ করে সবার মুখে হাসি ফোটানো হোক। সব ধরনের বঞ্চনা, শোষণ ও অন্যায় থেকে বিরত থাকুক সবাই।
করোনা মহামারির কারণে দুই বছর সীমিত পরিসরে ঈদ পালনের পর এবার ঈদ পালিত হচ্ছে সেই পুরোনো রূপে; আনন্দের মহোৎসবে। তাই বিপুল যাত্রীর বাড়ি ফেরা, ঈদ উদ্যাপন এবং আবার কর্মস্থলে ফেরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাত্রাপথের ভোগান্তি কমাতে এবং পরিবহনব্যবস্থার সর্বোচ্চ শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ ও যাত্রীদের আন্তরিক হতে হবে। ঈদ ঘিরে সব ধরনের অপরাধ ও শান্তি বিনষ্টকারী অপচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে। হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি জরুরি সেবা কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে এবং ঈদ-পরবর্তী পর্যটন কেন্দ্রগুলোর শৃঙ্খলা-নিরাপত্তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এবারের ঈদে আমাদের একান্ত প্রত্যাশা—রাষ্ট্র ও সমাজ সব সমস্যা-সংকট কাটিয়ে উঠুক। মজবুত হোক আমাদের জাতীয় ভ্রাতৃত্ববোধ। সব ধর্ম, বর্ণ, গোষ্ঠী, রাজনৈতিক-অরাজনৈতিক দল-মতের মানুষের মধ্যে গড়ে উঠুক সম্প্রীতি ও সৌহার্দ্যের অটুট বন্ধন। সহনশীলতা, সহাবস্থান ও পরমতসহিষ্ণুতার চর্চা হোক সমাজের সর্বত্র। ঘুচে যাক ধনী-দরিদ্র, উঁচু-নিচু ও ক্ষমতাবান-ক্ষমতাহীনের ফারাক। ঈদের আনন্দে ধুয়ে-মুছে যাক সব দুঃখ-গ্লানি। ঈদ-আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের পরম আনন্দের এ দিনটি ধর্মের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে পৃথিবীর সর্বস্তরের সব মানুষের মাঝে। ঈদ পরিণত হয়
বিশ্বজনীন এক উৎসবে। বাংলাদেশেরও সবচেয়ে বড় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর। ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যাপন দিনটিকে সর্বজনীন উৎসবে পরিণত করে এবং সমতা, মানবিকতা, সহানুভূতি, সম্প্রীতি ও সহাবস্থানের অমোঘ বার্তা ছড়িয়ে দেয়।
ঈদ অর্থ আনন্দ, উৎসব ও ফিরে আসা। ফিতর শব্দের অর্থ রোজা ভাঙা, হালকা নাশতা করা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এ আনন্দ-উৎসব প্রতিবছর ফিরে আসে বলেই একে ঈদুল ফিতর বলা হয়। এই দিনে মুসলমানরা নতুন জামা-কাপড় পরে সকালেই ঈদগাহে গিয়ে নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে রমজানের সব আমল কবুলের আরজি পেশ করেন। মানুষের সঙ্গে কুশলবিনিময়, সালাম-মুসাফাহা-কোলাকুলি, নানা স্বাদের খাবারের আয়োজন-আপ্যায়ন, স্বজনদের খোঁজখবর নেওয়া ইত্যাদি দিনকে তাৎপর্যময় করে তোলে; বিশেষ করে জাকাত-ফিতরা ও সাধারণ দানের মাধ্যমে সমাজের দরিদ্র-অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার শিক্ষা সাম্য-সম্প্রীতির সমাজ গঠনের আহ্বান জানায়।
আন্তর্জাতিক শ্রমিক দিবস এবারের ঈদকে আরও তাৎপর্যময় করে তুলেছে। শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাই হোক এবারের ঈদের প্রধান অঙ্গীকার। ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস-বকেয়া পরিশোধ করে সবার মুখে হাসি ফোটানো হোক। সব ধরনের বঞ্চনা, শোষণ ও অন্যায় থেকে বিরত থাকুক সবাই।
করোনা মহামারির কারণে দুই বছর সীমিত পরিসরে ঈদ পালনের পর এবার ঈদ পালিত হচ্ছে সেই পুরোনো রূপে; আনন্দের মহোৎসবে। তাই বিপুল যাত্রীর বাড়ি ফেরা, ঈদ উদ্যাপন এবং আবার কর্মস্থলে ফেরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাত্রাপথের ভোগান্তি কমাতে এবং পরিবহনব্যবস্থার সর্বোচ্চ শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ ও যাত্রীদের আন্তরিক হতে হবে। ঈদ ঘিরে সব ধরনের অপরাধ ও শান্তি বিনষ্টকারী অপচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে। হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি জরুরি সেবা কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে এবং ঈদ-পরবর্তী পর্যটন কেন্দ্রগুলোর শৃঙ্খলা-নিরাপত্তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এবারের ঈদে আমাদের একান্ত প্রত্যাশা—রাষ্ট্র ও সমাজ সব সমস্যা-সংকট কাটিয়ে উঠুক। মজবুত হোক আমাদের জাতীয় ভ্রাতৃত্ববোধ। সব ধর্ম, বর্ণ, গোষ্ঠী, রাজনৈতিক-অরাজনৈতিক দল-মতের মানুষের মধ্যে গড়ে উঠুক সম্প্রীতি ও সৌহার্দ্যের অটুট বন্ধন। সহনশীলতা, সহাবস্থান ও পরমতসহিষ্ণুতার চর্চা হোক সমাজের সর্বত্র। ঘুচে যাক ধনী-দরিদ্র, উঁচু-নিচু ও ক্ষমতাবান-ক্ষমতাহীনের ফারাক। ঈদের আনন্দে ধুয়ে-মুছে যাক সব দুঃখ-গ্লানি। ঈদ-আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫