Ajker Patrika

আরও সময় পাবেন গ্রাহকেরা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০৯: ৩৩
আরও সময় পাবেন গ্রাহকেরা: তথ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামের কেব্‌ল অপারেটিং পদ্ধতি ৩০ নভেম্বরের মধ্যে ডিজিটাল করার কথা ছিল। কিন্তু উচ্চ আদালত এ নিয়ে স্থগিতাদেশ দিয়েছেন। এর ফলে এই দুই অঞ্চলে কেব্‌ল অপারেটিং পদ্ধতি ডিজিটাল করতে আরও সময় দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

হাছান মাহমুদ। গতকাল সোমবার সচিবালয়ে কেব্‌ল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম শহরে কেব্‌ল অপারেটিং পদ্ধতি ডিজিটাল করার সময় বেঁধে দেওয়া হয়। অগ্রগতি কতটুকু, সেটি পর্যালোচনা করেছি। কেব্‌ল অপারেটররা বলেছেন, সারা দেশে গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেব্‌ল নেটওয়ার্ক ডিজিটাল করা নিয়ে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দিয়েছেন। স্থগিতাদের প্রত্যাহারে মন্ত্রণালয় কাজ করছে, আশা করছি স্থগিতাদেশ উঠে যাবে। আদেশ উঠে গেলে আমরা আবার বসে সময় কতটুকু বাড়ানো যায়, সেটা ঠিক করব। গ্রাহক পর্যায়ে প্রস্তুতি দেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে।’

মন্ত্রী জানান, কেব্‌ল অপারেটিং পদ্ধতি ডিজিটাল করতে অপারেটররা সারা দেশে ডিজিটাল হেডএন্ড বসিয়েছে। সব গ্রাহক সেট টপ বক্স নিলে কেব্‌ল অপারেটিং পদ্ধতি পুরোপুরি ডিজিটালাইজড হবে। সেট টপ বক্স সংগ্রহ করতে গ্রাহকেরা যাতে আরেকটু সময় পান, সে বিষয়ে আলোচনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত