Ajker Patrika

খুবি উপাচার্যের সঙ্গে কেডিএ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

খুবি (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৪০
খুবি উপাচার্যের সঙ্গে কেডিএ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত রোববার বিকেল ৪টায় খুবি উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান।

কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খুলনার উন্নয়নে বিশ্ববিদ্যালয় এবং কেডিএ যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। কেডিএর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা রাখতে পারে।’

উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেডিএর প্রত্যাশিত যেকোনো বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ক্রেস্ট উপহার দেন। উপাচার্য কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানকেও বিশ্ববিদ্যালয়ের ক্রেস্ট উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, কেডিএর নগর-পরিকল্পনা কর্মকর্তা মো. তানভির আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন যুগের ১০টি সম্ভাবনাময় পেশা

জাকির নায়েক বিতর্কে ভারতের প্রতিক্রিয়ার যে জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট, কারণ জানাল ডিএমপি

ঢাকায় থাকেন শিক্ষিকা, ‘ভাড়াটে শিক্ষক’ দিয়ে পাঠদান ও হাজিরা খাতায় স্বাক্ষর

আজকের রাশিফল: প্রাক্তনের ফেসবুক প্রোফাইল ঘাঁটবেন না, মুরাদ টাকলার সঙ্গে দেখা হবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ