Ajker Patrika

নৌকা থাকছে না অষ্টগ্রাম ও মিঠামইনের ১৫ ইউনিয়নে

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১০: ৪৪
নৌকা থাকছে না অষ্টগ্রাম ও মিঠামইনের ১৫ ইউনিয়নে

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের দুই হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে ভোট হবে আগামী ৫ জানুয়ারি। তবে এই দুই উপজেলার ১৫টি ইউনিয়নে দলীয় মনোনয়ন বা নৌকা প্রতীক বরাদ্দ দিচ্ছে না আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার কলমা, কাস্তুল, দেওঘর, আদমপুর, পূর্ব অষ্টগ্রাম, অষ্টগ্রাম সদর, বাঙ্গালপাড়া, খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন এবং মিঠামইন উপজেলার গোপদীঘি, মিঠামইন সদর, ঘাগড়া, কেওয়াজোড়, ঢাকি, কাঠখাল ও বৈরাহাটি ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকছে না।

অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস্ বলেন, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে নৌকা প্রতীকবিহীন। স্থানীয় সাংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড এতে সম্মতি দিয়েছে। বিএনপি যেহেতু নির্বাচন করবে না, অধিকাংশ প্রার্থী আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির। তাই জাতীয় প্রতীক ব্যবহার করা হবে না।

এদিকে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে বহু প্রার্থীর মধ্যে ফিরে এসেছে চাঙা ভাব। কেউ আবার নির্বাচন থেকে ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন। সাধারণ ভোটাররা মনে করেন, দলীয় প্রতীকে নির্বাচন না হলে বাড়বে ভোটারের মূল্যায়ন। যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। সৃষ্টি হবে জবাবদিহির মানসিকতা।

দেওঘর ইউনিয়নের ভোটার হরমুজ মিয়া বলেন, ‘রাজা ভোটের নৌকা-ধানের শীষ গাঁওগ্যারে ভোটে ভালা না। এইহানে দলমতের বাইরেও ভালা মানুষ আছে। তারারেও সুযোগ দেওন দরকার। খুবই ভালা কাম হয়ছে আমরার এলাকায় মার্কা না দেওনে।’

খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচাল গ্রামের শিক্ষক মোবারক হোসেন বলেন, ‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক সুফল বইয়ে আনেনি। বরং নেতৃত্ব সৃষ্টিতে অন্তরায় এটি। উন্মুক্ত নির্বাচন হলে ভোটারের প্রতি দায়বদ্ধতা ও প্রার্থীর যোগ্যতা প্রমাণিত হবে। দলগুলো নতুন নতুন নেতা পাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত