Ajker Patrika

ধর্ষণচেষ্টায় কারাগারে যুবক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ৩০
ধর্ষণচেষ্টায়  কারাগারে   যুবক

বড়লেখায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল কাদির বাবুলকে (৪৫) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে পরিচয়ের সুবাদে অভিযুক্ত বাবুল তাঁদের বাড়িতে প্রায় যাতায়াত করতেন।

ওই গৃহবধূর ওপর কুদৃষ্টি পড়ে বাবুলের। বিষয়টি বুঝতে পেরে সম্প্রতি তাঁর স্বামী বাবুলকে বাড়িতে আসতে নিষেধ করেন।

গত ৯ নভেম্বর রাতে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে রাতে বাবুল বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে বাবুল পালিয়ে যান। এদিন গৃহবধূ বাদী হয়ে বড়লেখা থানায় বাবুলের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে রোববার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে এক গৃহবধূ থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযুক্ত আব্দুল কাদির বাবুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত