Ajker Patrika

শ্রীলঙ্কার কাছে পাত্তা পেল না নামিবিয়া

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৭: ৩৫
শ্রীলঙ্কার কাছে পাত্তা পেল না নামিবিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘অভিষেকটা’ ঠিক রাঙাতে পারল না নামিবিয়া। ‘এ’ গ্রুপের ম্যাচে গত রাতে শ্রীলঙ্কার কাছে কোনো পাত্তাই পায়নি বিশ্বকাপের নবাগত দলটি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়নদের কাছে তারা হেরেছে ৭ উইকেটে। এই জয়ে ভালোভাবেই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে দাসুন শানাকার দল।

নামিবিয়ার দেওয়া ৯৭ রানের লক্ষ্যটা ৩৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা। তবে পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা ভালো করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে জয়ের রাস্তা দেখান আভিস্কা ফার্নান্দো আর ভানুকা রাজাপক্ষে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন রাজাপক্ষে।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারায় দারুণ খুশি শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। তবে প্রথম পর্বের সবকটি ম্যাচই জিততে চান তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা অনেক পরিকল্পনা করেছি। এই পর্বটা ভালোভাবেই পেরোতে চাই। আজ (গতকাল) সব আমাদের পক্ষে গেছে। বোলার-ব্যাটারদের পারফরম্যান্সে খুশি।’

এর আগে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কান বোলারদের সামনে বেশি সুবিধা করতে পারেননি নামিবিয়ান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয় বিশ্বকাপের নবাগত দলটি। পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে দুই ওপেনার স্টিভেন বার্ড (৭) আর জেইন গ্রিন (৮) ফিরে যান। তাঁদের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক জেরহার্ড এরাসমাস আর ক্রেইগ উইলিয়ামস।

তবে দলীয় ৬৮ রানে জেরহার্ড (২০) ফিরে গেলে আর বেশিক্ষণ দাঁড়াতে পারেননি নামিবিয়ান ব্যাটাররা। পরের ২৮ রানে ৭ উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন উইলিয়ামস। শ্রীলঙ্কার পক্ষে ২৫ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন অফ স্পিনার মহেশ তিকশানা।

সংক্ষিপ্ত স্কোর:
নামিবিয়া:
১৯.৩ ওভারে ৯৬

(উইলিয়ামস ২৯; তিকশানা ৩/২৫)

শ্রীলঙ্কা: ১৩.৩ ওভারে ১০০/৩

(রাজাপক্ষে ৪২*; ট্রাম্পেলমান ১/২৭)

ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত