Ajker Patrika

মাসুম রেজার নির্দেশনায় নতুন নাটকে বন্যা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নতুন নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছে ঢাকার মঞ্চের অন্যতম আলোচিত নাট্যদল দেশ নাটক। প্রতিদিন চলছে মহড়া। এ মাসেই দলটি মঞ্চে আনছে নতুন নাটক ‘পারো’। লিখেছেন মাসুম রেজা, নির্দেশনাও তাঁর। দেশ নাটকের ২৫তম এই প্রযোজনায় মূল চরিত্রে অভিনয় করবেন বন্যা মির্জা। পোশাক পরিকল্পনায়ও আছেন তিনি। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে পারোর উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন একই স্থানে, একই সময়ে হবে আরেকটি প্রদর্শনী।

নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা জানিয়েছেন, এক নারীর সংগ্রামী জীবনের কাহিনি নিয়ে লেখা হয়েছে নাটকটি। যে নারী তার জীবনের প্রতিবন্ধকতাগুলো পেরোতে চায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার ভেতরের সত্তা। তার মূল দ্বন্দ্বটা নিজের সঙ্গে নিজেরই। মাসুম রেজা বলেন, ‘মেয়েটার বস তার সঙ্গে বাজে ব্যবহার করে, যেটা তাকে প্রতিনিয়ত দগ্ধ করে। অথচ এ ব্যাপারে তার স্বামী কোনো পদক্ষেপ নেয় না। এখান থেকে শুরু হয় গল্প। তখন সে এই বন্ধনগুলো ভাঙতে চায়। প্রতিবাদ করতে চায়। কিন্তু তার ভেতরই তাকে প্রতিবাদ করতে দেয় না।’

মাসুম রেজাঅভিনেত্রী বন্যা মির্জা এখন বছরের বেশির ভাগ সময় থাকেন নিউইয়র্কে। দেশে এলে মঞ্চনাটক নিয়েই ব্যস্ত থাকেন। অভিনেত্রী জানিয়েছেন, এখন নিয়ম করে প্রতিদিন এ নাটকের মহড়ায় অংশ নিচ্ছেন। এ মাসের শেষে তিনি নিউইয়র্কে ফিরে যাবেন। তার আগে পারোর কয়েকটি শোতে অভিনয় করবেন। তাঁর অনুপস্থিতিতে এ চরিত্রে অভিনয় করবেন সুষমা সরকার।

বন্যা মির্জা বলেন, ‘আমাদের দলে একই চরিত্রের জন্য আমরা দু-তিনজন সব সময় প্রস্তুত থাকি। আগে এগুলো দরকার পড়ত না।

কারণ, অনেকে টিভিতে কাজ করতেন না। সারাক্ষণ সময় দিতে পারতেন। আমার জন্য যদিও বিষয়টি এ রকম নয়। যেহেতু আমি এখন বাইরে থাকছি। এর মধ্যে যদি কোনো শো থাকে, তাহলে আরেকজন করবে। তারও সুযোগ তৈরি হলো।’

সুষমা সরকারমঞ্চনাটকে সময় দিলেও টিভি নাটকে প্রায় অনুপস্থিত বন্যা মির্জা। এর কারণ হিসেবে অভিনেত্রী জানালেন মঞ্চ ও ব্যক্তিজীবনের ব্যস্ততার কথা। বন্যা বলেন, ‘যখনই দেশে আসি, দলের শো নিয়ে ব্যস্ত থাকতে হয়। এ ছাড়া সহকর্মী ও বন্ধুদের সঙ্গে আড্ডা হয়। বাকিটা সময় পরিবারের সঙ্গে থাকি। ফলে টিভি নাটকের জন্য সময় দেওয়া কঠিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত