Ajker Patrika

দেড় মাস পর প্রেক্ষাগৃহে নতুন সিনেমা

দেড় মাস পর প্রেক্ষাগৃহে নতুন সিনেমা

গত ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শবনম ফেরদৌসির ‘আজব কারখানা’। এরপর  চার সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকার গঠন—সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছিল সিনেমা ইন্ডাস্ট্রি। সরকার পতনের পর দেশজুড়ে দুর্বৃত্তদের হামলা হয়েছিল সিনেমা হলে। এখনো খোলেনি সব হল। এর মাঝেই আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’। দেশের পটপরিবর্তনের পর এটিই মুক্তি পাওয়া প্রথম সিনেমা। সারা দেশের ২১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

মনতাজুর রহমান আকবর পরিচালিত অমানুষ হলো মানুষ ৯ আগস্ট দেশজুড়ে মুক্তির কথা ছিল। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় শেষ মুহূর্তে পিছিয়ে যায়। সিনেমার মুক্তি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমি সব সময় চলচ্চিত্রের কথা ভাবি। বর্তমান পরিস্থিতির কারণে বেশ কিছুদিন ধরে সিনেমা হল বন্ধ রয়েছে। এমন অবস্থা চলতে থাকলে অনেক হলমালিক পথে বসে যাবে। আমার সিনেমা মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। তাই হলমালিকদের কথা বিবেচনা করে অমানুষ হলো মানুষ মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রযোজনার পাশাপাশি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। এ ছাড়া আরও আছেন জয় চৌধুরী, মৌ খান, মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর প্রমুখ।

অস্থিরতা কাটিয়ে মুক্তি পেলেও নতুন সংকটে পড়েছে সিনেমাটি। দেশজুড়ে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এমন সময়ে নতুন এই সিনেমাটি দর্শকের কাছে কতটুকু পৌঁছাতে পারে তা নিয়ে রয়েছে শঙ্কা। এ কারণে উচ্ছ্বাস নেই নায়ক জয় চৌধুরীর। তিনি বলেন, ‘অস্থির একটা সময়ের পর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এটা নিশ্চয়ই আনন্দের বিষয়। আমরা তো সব সময় চাই হলগুলোতে নিয়মিত নতুন সিনেমা থাকুক। সেই বিবেচনা থেকেই মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু বন্যার কারণে মানুষ যে কষ্ট করছে তা দেখে মনটা ভালো নেই। অনেক মানুষ আশ্রয়ের জায়গা খুঁজে পাচ্ছে না। এমন পরিস্থিতি দেখে সিনেমার মুক্তির আনন্দটা ম্লান হয়ে গেছে। বন্যাদুর্গত এলাকার মানুষ যেন এই দুঃসময় কাটিয়ে উঠতে পারে এই দোয়া করছি। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত