Ajker Patrika

বিএনপিকে আগে শহীদ মিনারে যেতে দিল আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৮
বিএনপিকে আগে শহীদ মিনারে যেতে দিল আ.লীগ

গতকাল সোমবার সকাল পৌনে ৭টা। নিউমার্কেটের দক্ষিণ ফটকের সামনের রাস্তায় আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হচ্ছিলেন।

কেন্দ্রীয় নেতারা প্রভাতফেরি শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। একই সময় নিউমার্কেট মোড়ের কাছে বিএনপির প্রভাতফেরি আসতে দেখা যায়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হাঁটা শুরু করলে বিএনপির মিছিল থামতে বাধ্য হয়। সবার মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়, পরবর্তী সময়ে কী হয়! দুই পাশ থেকে নানা উসকানিমূলক স্লোগান দিতে দেখা যায়।

আওয়ামী লীগের মিছিলে দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা রাস্তার একপাশে দাঁড়িয়ে বিএনপির মিছিলটিকেই আগে যেতে দেন। হাছান মাহমুদ বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়ে বিএনপির নেতা-কর্মীদের আগে যেতে দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত