Ajker Patrika

আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ৪০
আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আজ রোববার থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর রংপুর বিভাগের মোট আটটি জেলার ২ হাজার ৬৭৪টি বিদ্যালয়ের প্রায় দুই লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। রংপুর বিভাগের মোট আটটি জেলায় ২৭৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা শাখার কর্মকর্তারা জানান, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৭৪০ জন। এর মধ্যে ছাত্র ৯৯ হাজার ৯৮৩ জন, ছাত্রী ৯৫ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী এক লাখ ৬৫ হাজার ৯৮১ জন। অনিয়মিত পরীক্ষার্থী ২৯ হাজার ২৪৬ জন ও জিপিএ উন্নয়ন ৫১৩ জন। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সংখ্যা ৮০ হাজার ১৩৫ জন। মানবিক বিভাগের মোট পরীক্ষার্থী এক লাখ ১১ হাজার ১৫৬ জন। ব্যবসায় শিক্ষা শাখার মোট পরীক্ষার্থী ৪ হাজার ৪৪৯ জন। এবার দিনাজপুরের ৬০টি, রংপুরের ৫০টি, গাইবান্ধায় ৪০টি, নীলফামারীর ২৫টি, কুড়িগ্রামের ৩৪টি, লালমনিরহাটের ২০টি, ঠাকুরগাঁওয়ে ২৪টি ও পঞ্চগড়ের ২২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত