Ajker Patrika

মধ্যপ্রাচ্যে যে কারণে ব্যর্থ বাইডেন প্রশাসন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০: ৩৯
মধ্যপ্রাচ্যে যে কারণে ব্যর্থ বাইডেন প্রশাসন

সৌদি আরবের নেতৃত্বাধীন গালফ রাষ্ট্রসমূহ, ইসরায়েল, মিসর ও তুরস্কের সঙ্গে সমন্বয় করেই প্রায় সাত দশক ধরে পরিচালিত হয়ে আসছিল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক নীতি। গত কয়েক বছরে সেই সমন্বয়ে ফাটল ধরেছে। রাশিয়ার ইউক্রেনে হামলার পর তা স্পষ্ট হয়ে ওঠে।

গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর রাশিয়ার হামলাকে নিন্দা করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ পর্যন্ত চারটা নিন্দা প্রস্তাব আনা হয়েছে, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ সেই সব প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে। তবে দুবার প্রস্তাবের পক্ষে, দুবার বিপক্ষে ভোট দিয়ে ভারসাম্য রক্ষা করে ইউএইও। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই অঞ্চলের ইসরায়েল ছাড়া কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়নি। ইসরায়েলের নিষেধাজ্ঞাও নামমাত্র।

মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্রদের এভাবে অবন্ধুসুলভ হয়ে ওঠার কারণ অনুসন্ধান করা হয়েছে এশিয়া টাইমসের এক বিশ্লেষণে। জন পি রুহেলের সেই বিশ্লেষণে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (২০০৯-২০১৭) যুগে যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যনীতি একটা নতুন পর্বে প্রবেশ করে। ডোনাল্ড ট্রাম্প (২০১৭-২০২০) এসে তা খানিকটা উল্টে দেয়। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন (২০২১-) প্রশাসন আগের ২টার মধ্যে সমন্বয় না করে একটা নতুন পর্বে ঢোকার চেষ্টা করে।

আর ওবামা যুগ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক, সামরিক, নিরাপত্তাবিষয়ক সম্পর্ক জোরদার করে রাশিয়া ও চীন। অর্থাৎ সৌদি আরব, ইউএই, ইসরায়েল, ইরান, সিরিয়া, তুরস্কসহ ওই অঞ্চলের দেশগুলো এককভাবে মার্কিন নির্ভরতা কমিয়ে, নিজেদের নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক বহুমুখী করে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরান পরমাণু চুক্তি হয়, যা জয়েন্ট কম্প্রিহেনসিব প্ল্যান অব অ্যাকশন (জেসেপিওএ) নামে পরিচিত। ওবামা প্রশাসনের নেতৃত্বে সম্পাদিত ওই চুক্তি রিয়াদ, তেল আবিব, দুবাইসহ ওই অঞ্চলের দেশগুলোকে উদ্বিগ্ন করে। কারণ, এতে করে আন্তর্জাতিক বাজারে তেহরানের লেনদেন বাড়বে, যা মধ্যপ্রাচ্যে দেশটিকে নিজেদের আধিপত্য বিস্তারে সহায়তা করবে। ফিলিস্তিন ইস্যু নিয়েও ইসরায়েলের সঙ্গে ওবামা প্রশাসনের সম্পর্ক আন্তরিকতাশূন্য হয়ে পড়ে। 
অবশ্যই ট্রাম্প প্রশাসন ইরান চুক্তি থেকে ২০১৮ সালে বেরিয়ে যায়, যা এখন পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন বাইডেন। জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী মেনে নেন ট্রাম্প। কিন্তু ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে নিজেদের সম্পর্ক অনেক দূর এগিয়ে নেয় ইসরায়েল। 

বাইডেন প্রশাসন সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত