Ajker Patrika

ভিটামিন ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড শুরু

রংপুর প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৯
Thumbnail image

মহানগর এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড শুরু করেছে রংপুর সিটি করপোরেশন (রসিক)।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর জলকর এলাকায় সূর্যোদয় ক্লাব ও পাঠাগার কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

করোনা পরিস্থিতি চলমান থাকায় শিশু ও অভিভাবকসহ সবাইকে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান সিটি মেয়র মোস্তাফিজার।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ রাউন্ডে মঙ্গলবার পর্যন্ত চার দিনব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ২৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

চলতি রাউন্ডে ৬ থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৫০০ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ জন্য সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি কেন্দ্রে ৩৩ জন প্রথম সারির, সাতজন দ্বিতীয় সারির ও চারজন তৃতীয় সারির সুপারভাইজার এবং ৫৯৪ জন স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিয়োজিত থাকবেন।

ক্যাপসুল খাওয়ানো উদ্বোধনকালে সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, সচিব রাশেদুল হক, জাতীয় পার্টির রংপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সূর্যোদয় ক্লাব ও পাঠাগারের সভাপতি লোকমান হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত