Ajker Patrika

ইবিতে বিশুদ্ধ পানির প্ল্যান্ট বিকল

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৫২
ইবিতে বিশুদ্ধ পানির প্ল্যান্ট বিকল

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইটি বিশুদ্ধ পানির প্ল্যান্ট বিকল হয়ে পড়েছে। ক্যাম্পাসের অনুষদ ভবন ও ফলিতবিজ্ঞান অনুষদ ভবনের শিক্ষার্থীদের নিরাপদ পানি নিশ্চিত করতে এ দুটি প্ল্যান্ট স্থাপন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০১৭ সালে অনুষদ ভবন ও ফলিতবিজ্ঞান অনুষদ ভবনে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করা হয়। এতে ব্যয় হয় ৭ লাখেরও বেশি টাকা। তিন মাস পর পর কমপক্ষে একবার করে প্ল্যান্টগুলোর পরিচর্যা করতে হয়। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। এতে পরিচর্যা ও মেরামতের অভাবে কল দুইটি নষ্ট হয়ে গেছে।

সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘হলের টিউবওয়েলের পানিতে আর্সেনিক। ফলে আমাদের নানা পানিবাহিত রোগে ভুগতে হচ্ছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হলে অন্তত পানিবাহিত রোগগুলো থেকে মুক্তি পাব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন,‘দীর্ঘ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অনেক যন্ত্রপাতি বিকল হয়েছে। প্ল্যান্টও যান্ত্রিক জিনিস। দীর্ঘদিন ব্যবহার না করায় বিকল হয়েছে বোধ হয়। দ্রুত প্ল্যান্টটি সচল করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মালেক মিয়া বলেন, এ সব কলে দিয়ে পুরোপুরি পরিশুদ্ধ পানি বের হয়। বাজারে যে পরিমাণ পানি কিনতে ২০ থেকে ২৫ টাকা লাগে এই কলের সেই পরিমাণ পানি কিনতে প্রয়োজন হবে কমপক্ষে ১০০ টাকা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় প্ল্যান্ট দুটিতে ত্রুটি ধরা পড়েছে। মেরামতকরণের কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত