Ajker Patrika

বিষ প্রয়োগে বৃদ্ধকে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৫: ০৩
বিষ প্রয়োগে বৃদ্ধকে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করে শামসুল শেখ নামে (৬০) এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর নাতজামাইয়ের বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শামসুল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহপাড়ার বাসিন্দা।

শামসুল শেখের স্ত্রী সুফিয়া বেগম বলেন, ‘দেড় বছর আগে দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের হাসান আলীর সঙ্গে আমার নাতনি কমলা খাতুনের বিয়ে হয়। হাসান তার সঙ্গে খারাপ আচরণ ও শারীরিক নির্যাতন করায় তাকে তালাক দেন কমলা। এরপর থেকে কমলা আমাদের বাড়িতেই থাকত। তিন মাস আগে কমলাকে ফের বিয়ে করেন হাসান।’

সুফিয়া আরও বলেন, ‘সোমবার হাসান বাড়িতে এলে আমাদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। রাতে আমার স্বামী ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় হাসান তাঁর ঘাড়ে ইনজেকশনের সিরিঞ্জ বসিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আমার স্বামী অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে তিনি মারা যান।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান জানান, বিষক্রিয়ায় শামসুল শেখের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, শামসুল শেখের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে জাহিদকে আটকের জন্য অভিযান চলছে। আটকের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত