Ajker Patrika

ইবির যেখানে সেখানে ময়লা আবর্জনা

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৫
ইবির যেখানে সেখানে ময়লা আবর্জনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সর্বত্র ময়লা আবর্জনায় ভরে রয়েছে। কর্তৃপক্ষের অবহেলায় ক্যাম্পাসের এমন হয়েছে বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হলের আশেপাশের জায়গাগুলো, আমতলা, মীর মশাররফ একাডেমি বিল্ডিং, কেন্দ্রীয় গ্রন্থাগার, রবীন্দ্র-নজরুল কলা ভবনগুলোর আশেপাশে আবর্জনা স্তুপ হয়ে আছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের লেকের পচা পানিতে কচুরিপানা জন্মেছে। যেখান থেকে সহজেই মশার প্রকোপ বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া একাডেমিক ভবনের পাশের জায়গাগুলোও আগাছায় পরিপূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের আশেপাশেও আগাছা আর ময়লার স্তূপ। যার ফলে শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার শঙ্কায় রয়েছেন। অভিযোগ করলেও পরিষ্কার করা হয়নি দাবি শিক্ষার্থীদের।

এ বিষয়ে লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘হলগুলোতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করেনা বিধায় হলে মশার জ্বালায় পড়া যাচ্ছে না। এতে করে আমরা সবসময় আতঙ্কে থাকি।’

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা উচিৎ। আমরা সবকিছু পরিষ্কার করে দিব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত