Ajker Patrika

বাজারের পানি গড়িয়ে তলিয়ে যাচ্ছে স্কুলমাঠ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
বাজারের পানি গড়িয়ে তলিয়ে যাচ্ছে স্কুলমাঠ

মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠে কোমরপানি জমে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

গতকাল সোমবার সকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়। এতে স্কুল মাঠে কোমর পানি জমে। একপর্যায়ে বিদ্যালয়ের বারান্দায় চলে আসে বৃষ্টির পানি। শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলটি সরকারি হলেও মাঠ সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সাটুরিয়া বাজারের চেয়ে স্কুলের মাঠ নিচু হওয়ায় বাজারের সব পানি মাঠে গড়ায়। এ ছাড়া স্কুলের চারদিকের পানি মাঠে এসে জমা হয়। ফলে অল্প বৃষ্টিতেই মাঠ পানিতে ভরে যায়।

তিনি আরও বলেন, সাটুরিয়া বাজারের পানি নিষ্কাশনের জন্য কয়েক বছর আগে ড্রেনেজ ব্যবস্থা করা হয়। কিন্তু ওই ড্রেন দিয়ে পানি প্রবাহ না হওয়ায় স্কুলের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানায়, স্কুল মাঠে পানি জমায় তারা খেলাধুলা করতে পারে না। এক ভবন থেকে অন্য ভবনে যাওয়ার সময় কাদা পানিতে পোশাক ভিজে নষ্ট হয়ে যায়। বৃষ্টির দিনে মাঠে পানি জমলে ওই দিন স্কুলও বন্ধ হয়ে যায়।

কথা হলে কয়েকজন অভিভাবক জানান, অল্প বৃষ্টিতেই স্কুল মাঠে পানি জমে। এতে শিক্ষার্থীরা বিপাকে পড়ে। মাঠের পানি নিষ্কাশনে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত