আসাদ সরকার
গোবিন্দ কর্মকারের চোখ প্রমাণ করল, চোখের জলের কোনো বাঁধ নেই। কখন কীভাবে কিসের জন্য গড়িয়ে পড়বে, তা বোঝারও কোনো উপায় নেই। তাঁর গাল বেয়ে যখন অশ্রু অঝোরে গড়িয়ে পড়ছে, তখন আমরা মাথা নিচু করে ভাবছি, গোবিন্দ কর্মকারের এই চোখের জলের কারণটা কী? উত্তরটা জানার পর মনে হলো, কোনোভাবেই তাঁর এই অশ্রু অকারণে ঝরছে না। বরং আমরাদের মনেও প্রশ্ন জাগল, সত্যিই তো! কী হবে এরপর?
গোবিন্দ কর্মকার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামের মানুষ। জন্ম ১৯৫৭ সালে নাটোরের গোপালপুরে। পেশায় বাদ্যযন্ত্রের বাদক তিনি। তবলা, দোতারা, বেহালা, রাবাব, বেঞ্জো, হারমোনিয়াম, একতারা, তানপুরা, মাউথ অরগান—সবই বাজাতে পারেন তিনি। তাঁর গলায়ও সুর চড়ে। রংতুলির আঁচড়ে আবেগও ফুটিয়ে তোলেন তিনি। সব মিলিয়ে পুরোদস্তুর একজন শিল্পী। জেলা শিল্পকলা একাডেমি জয়পুরহাটের বাদ্যযন্ত্র প্রশিক্ষক এই গুণী ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময় শরণার্থী হয়ে ভারতে পাড়ি জমানোর সময় ২৫ টাকা দিয়ে এক সেট তবলা কিনেছিলেন। তারপর নিজের মনে যেকোনো গানের সঙ্গে বাজাতেন। ভারতে থাকা অবস্থায়ই বাজানোর হাত বেশ পেকে উঠল। স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে ওস্তাদ মন্টু দাস তাঁকে ধরিয়ে দেন তবলার ব্যাকরণ। রংপুর বেতারের অন্ধ নমির উদ্দিন ওস্তাদ শেখান দোতারা বাজানো। ওস্তাদ তপন দাস শেখান বেহালা। বাকি বাদ্যযন্ত্রগুলো বাজানো শিখেছেন নিজে নিজেই।
জয়পুরহাট জেলায় যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গোবিন্দ কর্মকার অপরিহার্য। তবে কোন যন্ত্র বাজাতে তাঁর ডাক পড়ে, তা প্রায় অজানাই থেকে যায়। অনুষ্ঠানের ধরন ও প্রয়োজন বুঝে হাতে তুলে নেন বাদ্যযন্ত্র। তবে স্বাচ্ছন্দ্যবোধ করেন তবলা, বেহালা ও দোতারায়। রাস্তায় রাস্তায় মাউথ অর্গান বাজিয়ে হাঁটা বেশ উপভোগ করেন। তবে রাবাব, বেঞ্জো, তানপুরা ও একতারা বাজানোর মতো অনুষ্ঠান এখন আর খুঁজে পান না। তাই নিজের ঘরে কিংবা শিল্পকলার একটা ঘরে আপন মনে এগুলো বাজান।
জয়পুরহাটের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে ডাক পেয়েছেন গোবিন্দ। পাশের দেশ ভারতেও আমন্ত্রণ পেয়েছেন কয়েকবার। অনেক জনপ্রিয় গানের স্টুডিও রেকর্ডিংয়ে বাজিয়েছেন। যন্ত্রশিল্পে অসামান্য অবদানের জন্য পেয়েছেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা। সেই মানুষটি অঝোরে কাঁদছেন। তাঁর এ অশ্রুর কারণ পারিবারিক অসচ্ছলতা নয়। যদিও মাঝেমধ্যেই সপরিবারে না খেয়ে থাকতে হয় অনটনের কারণে। মাথার ওপর ঋণের বোঝাও আছে। আবার শিল্পী হিসেবে আত্মসম্মানবোধের কারণে কারও কাছে হাতও পাততে পারেন না। আয় বলতে বিভিন্ন অনুষ্ঠান আর শিল্পকলার নামমাত্র সম্মানী। কিন্তু এই অনটন তাঁর চোখে অশ্রু আনেনি। তাঁর কান্না বাদ্যযন্ত্র বাজানোয় তাঁর শিক্ষা অন্যের মাঝে বিলাতে না পারার যন্ত্রণা। তিনি বলেন, ‘আমি দশটি যন্ত্র বাজানোর বিদ্যা নিয়ে মরে গিয়ে কী করব! একজনকে যদি পেতাম, যার কাছে সব বিলিয়ে দিয়ে শেষ নিশ্বাস নিতাম।’
গোবিন্দ কর্মকারের কান্নার কারণ জানার পর আমার ভেতর থেকে দীর্ঘশ্বাস উঠে এল। মন বলে উঠল, ‘হায় অসময়! শেখার মানুষটাও নেই এখন আর।’
লেখক: নাট্যকার ও নির্মাতা
গোবিন্দ কর্মকারের চোখ প্রমাণ করল, চোখের জলের কোনো বাঁধ নেই। কখন কীভাবে কিসের জন্য গড়িয়ে পড়বে, তা বোঝারও কোনো উপায় নেই। তাঁর গাল বেয়ে যখন অশ্রু অঝোরে গড়িয়ে পড়ছে, তখন আমরা মাথা নিচু করে ভাবছি, গোবিন্দ কর্মকারের এই চোখের জলের কারণটা কী? উত্তরটা জানার পর মনে হলো, কোনোভাবেই তাঁর এই অশ্রু অকারণে ঝরছে না। বরং আমরাদের মনেও প্রশ্ন জাগল, সত্যিই তো! কী হবে এরপর?
গোবিন্দ কর্মকার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামের মানুষ। জন্ম ১৯৫৭ সালে নাটোরের গোপালপুরে। পেশায় বাদ্যযন্ত্রের বাদক তিনি। তবলা, দোতারা, বেহালা, রাবাব, বেঞ্জো, হারমোনিয়াম, একতারা, তানপুরা, মাউথ অরগান—সবই বাজাতে পারেন তিনি। তাঁর গলায়ও সুর চড়ে। রংতুলির আঁচড়ে আবেগও ফুটিয়ে তোলেন তিনি। সব মিলিয়ে পুরোদস্তুর একজন শিল্পী। জেলা শিল্পকলা একাডেমি জয়পুরহাটের বাদ্যযন্ত্র প্রশিক্ষক এই গুণী ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময় শরণার্থী হয়ে ভারতে পাড়ি জমানোর সময় ২৫ টাকা দিয়ে এক সেট তবলা কিনেছিলেন। তারপর নিজের মনে যেকোনো গানের সঙ্গে বাজাতেন। ভারতে থাকা অবস্থায়ই বাজানোর হাত বেশ পেকে উঠল। স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে ওস্তাদ মন্টু দাস তাঁকে ধরিয়ে দেন তবলার ব্যাকরণ। রংপুর বেতারের অন্ধ নমির উদ্দিন ওস্তাদ শেখান দোতারা বাজানো। ওস্তাদ তপন দাস শেখান বেহালা। বাকি বাদ্যযন্ত্রগুলো বাজানো শিখেছেন নিজে নিজেই।
জয়পুরহাট জেলায় যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গোবিন্দ কর্মকার অপরিহার্য। তবে কোন যন্ত্র বাজাতে তাঁর ডাক পড়ে, তা প্রায় অজানাই থেকে যায়। অনুষ্ঠানের ধরন ও প্রয়োজন বুঝে হাতে তুলে নেন বাদ্যযন্ত্র। তবে স্বাচ্ছন্দ্যবোধ করেন তবলা, বেহালা ও দোতারায়। রাস্তায় রাস্তায় মাউথ অর্গান বাজিয়ে হাঁটা বেশ উপভোগ করেন। তবে রাবাব, বেঞ্জো, তানপুরা ও একতারা বাজানোর মতো অনুষ্ঠান এখন আর খুঁজে পান না। তাই নিজের ঘরে কিংবা শিল্পকলার একটা ঘরে আপন মনে এগুলো বাজান।
জয়পুরহাটের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে ডাক পেয়েছেন গোবিন্দ। পাশের দেশ ভারতেও আমন্ত্রণ পেয়েছেন কয়েকবার। অনেক জনপ্রিয় গানের স্টুডিও রেকর্ডিংয়ে বাজিয়েছেন। যন্ত্রশিল্পে অসামান্য অবদানের জন্য পেয়েছেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা। সেই মানুষটি অঝোরে কাঁদছেন। তাঁর এ অশ্রুর কারণ পারিবারিক অসচ্ছলতা নয়। যদিও মাঝেমধ্যেই সপরিবারে না খেয়ে থাকতে হয় অনটনের কারণে। মাথার ওপর ঋণের বোঝাও আছে। আবার শিল্পী হিসেবে আত্মসম্মানবোধের কারণে কারও কাছে হাতও পাততে পারেন না। আয় বলতে বিভিন্ন অনুষ্ঠান আর শিল্পকলার নামমাত্র সম্মানী। কিন্তু এই অনটন তাঁর চোখে অশ্রু আনেনি। তাঁর কান্না বাদ্যযন্ত্র বাজানোয় তাঁর শিক্ষা অন্যের মাঝে বিলাতে না পারার যন্ত্রণা। তিনি বলেন, ‘আমি দশটি যন্ত্র বাজানোর বিদ্যা নিয়ে মরে গিয়ে কী করব! একজনকে যদি পেতাম, যার কাছে সব বিলিয়ে দিয়ে শেষ নিশ্বাস নিতাম।’
গোবিন্দ কর্মকারের কান্নার কারণ জানার পর আমার ভেতর থেকে দীর্ঘশ্বাস উঠে এল। মন বলে উঠল, ‘হায় অসময়! শেখার মানুষটাও নেই এখন আর।’
লেখক: নাট্যকার ও নির্মাতা
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫