Ajker Patrika

নির্বাচন পরবর্তী সংহিসতা সড়কের যানবাহন ভাঙচুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ০৩
নির্বাচন পরবর্তী সংহিসতা সড়কের যানবাহন ভাঙচুর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ডাউকী ইউনিয়ন পরিষদের (ইউপি) পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হুসাইনকে পিটিয়ে জখম করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে রাতে আলমডাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা।

স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ করতে গেলে জয়ী চেয়ারম্যান তরিকুল ইসলামের সমর্থক ও নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ সময় তরিকুলের সমর্থকেরা পুলিশের দুটি ও রাস্তার পাশে রেখে দেওয়া আরও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নাজমুল হুসাইন নিজ গ্রাম ডাউকী স্কুল মাঠে বসে ছিলেন। সে সময় নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান তরিকুল ইসলামের লোকজন লাঠি–সোঁটা নিয়ে তাঁর ওপর আকস্মিক হামলা চালান। লাঠির আঘাতে নাজমুল হুসাইন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হলে ওই দিন রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিফাতের নেতৃত্বে আহত নাজমুল হুসাইনের মাকে সামনে রেখে কয়েকশ গ্রামবাসী আলমডাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বক্তারা নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী তরিকুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে নাজমুল হুসাইনের সমর্থকদের বিক্ষোভ মিছিল করার সংবাদ পেয়ে তরিকুল ইসলামের লোকজন শহরের হাউসপুর এলাকায় পাল্টা বিক্ষোভ করার প্রস্তুতি নেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে বিক্ষোভ মিছিল করতে বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তরিকুলের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশের অভিযোগ, এ সময় তরিকুলের সমর্থকেরা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিয়ত উল্লাহ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামের দুটি পালসার মোটরসাইকেল ভাঙচুর করেন এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন।

আলমডাঙ্গা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘কর্তব্যরত পুলিশের ওপর নব নির্বাচিত চেয়ারম্যানের লোকজন হামলা চালান। তাঁরা পুলিশের দুটি মোটরসাইকেল এবং রাস্তার পাশে রাখা আরও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত