Ajker Patrika

শ্রীবরদীতে আগাম আমন কাটা শুরু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ৫৩
শ্রীবরদীতে আগাম আমন কাটা শুরু

শেরপুর শ্রীবরদীতে আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। ফসল ভরা মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এসব জমিতে শীতের সবজি আবাদ করার প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তাঁরা। আর কৃষকদের স্বল্প মেয়াদি বিভিন্ন ফসল চাষের পরামর্শ দিয়ে সহায়তা করে যাচ্ছে কৃষি বিভাগ।

জানা গেছে, করোনায় দেশের মানুষ এখনো বিপর্যস্ত। আক্রান্ত হয়েছেন কৃষকেরাও। নিত্যপণ্যসহ সব ধরনে জিনিস পত্রের দাম বাড়ছে। এমন সময় আগাম জাতের রোপা আমন ধানের ভালো ফলন দেখে তাদের মুখে হাসি।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, এ মৌসুমে উপজেলায় আমনের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। ইতিমধ্যে ব্রি ধান, ৭১, ৭২,৭৫, বিনা ধান ২০, উচ্চ ফলনশীল বিনা-৭, বিনা-১১, বিনা-১৬ ও ১৭, ব্রি-ধান ৬২ আগাম জাতের ধান কাটা শুরু করে দিয়েছেন তাঁরা। ফলনও পাচ্ছেন ভালো। প্রতি ৫ শতাংশে ৩ মণ করে ফলন হয়েছে। আগাম জাতের ধান কেটে এসব জমিতে অতিরিক্ত ফসল হিসেবে চাষ করা হবে সরিষা, আলু, রসুন ও শাক সবজি। আবার সরিষা ও শাক-সবজির আবাদ ঘরে উঠলে একই জমিতে করা হবে বোরো ধানের আবাদ।

এবার ফলন ভালো হয়েছে। তবে কৃষকদের দাবি আগাম জাতের ধানগুলিও সরকারিভাবে সরাসরি তাদের কাছ থেকে যেন ক্রয় করা হয়। তাহলে তারা ন্যায্যমূল্য পাবে।

শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুরের কৃষক আব্বাস আলী, ছমেজ উদ্দিন, রহমত মিয়া ও আকবর আলী ও শ্রীবরদী পৌরসভার জালকাটা গ্রামের কৃষক হুরমুজ আলী, আলম মিয়া জানান, তারা এবার ধানি গোল্ড জাতের ধান চাষ করেছিলেন। এ ধান অন্যান্য ধানের চেয়ে ২০ থেকে ২৫ দিন আগে কাটা যায়। ফলনও বেশ ভালো হয়। প্রতি পাঁচ শতাংশ জমিতে তিন থেকে সাড়ে তিন মণ করে ধান আসছে।

তারা আরও জানান, আগাম জাতের ধান কাটার পরপরই খেতে সরিষার বীজ বপন করেছেন। মুলা, লালশাকসহ বিভিন্ন সবজিও চাষ শুরু করেছে। এতে তাদের বাড়তি লাভ হবে।

উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার বলেন, চলতি বছরের এই মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৯২০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। আগাম জাতের ধান কেটে একই জমিতে সরিষা, আলো ও শাক সবজি চাষ করায় কৃষকদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে। কৃষকেরা বেশ লাভবান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত