Ajker Patrika

৬ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৩: ৫০
৬ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রেজিস্ট্রার অপসারণ ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে বিভিন্ন পক্ষের আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের আশ্বাসে তিন দফা দাবিতে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে আন্দোলনকারীরা রেজিস্ট্রার দপ্তরের তালা খুলে দেন।

তিন দফা দাবি হলো আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান রেজিস্ট্রারকে অপসারণ করে কর্মকর্তাদের মধ্যে থেকে রেজিস্ট্রারের দায়িত্ব না দিলে ৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চলবে, কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া আগামী ১৫ ফেব্রুয়ারির ভেতরে সিন্ডিকেট করে বাস্তবায়ন করতে হবে ও যেসব দাবি-দাওয়া সিন্ডিকেট ছাড়াও করা যায়, সেসব বাস্তবায়ন করতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয় উপউপাচার্য অধ্যাপক ড. হুমায়ূন কবির বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা আমার ওপর আস্থা রাখলে আমি তাঁদের যৌক্তিক দাবিগুলো আসন্ন সিন্ডিকেটে উপস্থাপন করব এবং সেগুলো পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। নতুন উপাচার্য মহোদয়ের উপস্থিতিতেই আমরা এই দাবিগুলো পূরণ করব। অতএব আগামী রোববার পর্যন্ত সকলেই একটু অপেক্ষা করুন।

বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, উপাচার্য অসুস্থ এবং উপউপাচার্য মহোদয় এককভাবে কোনো সিদ্ধান্ত দিয়ে সমাধান করতে পারবেন না তাই সব কর্মকর্তা-কর্মচারীদের সহনশীল হওয়ার আহ্বান জানান।

আলোচনায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি দিপক চন্দ্র মজুমদার, কর্মচারী সমিতির সহসভাপতি সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি মো. জসিম উদ্দিন ও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত