ফারহানা রহমান
প্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘বারো অধ্যায়: জীবের বংশগতি ও বিবর্তন’ থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
[গত সংখ্যার পর]
১। ডিএনএ টেস্ট করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বিভিন্ন জৈবিক নমুনা থেকে ডিএনএ সংগ্রহ করে তা বিশ্লেষণপূর্বক বিশেষ কোনো কাজে ব্যবহারের বিজ্ঞানভিত্তিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ টেস্ট।
সঠিকভাবে অপরাধী শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্ট করা হয়। এ ছাড়া বংশগত রোগের চিকিৎসায়, অনাকাঙ্ক্ষিত সন্তানের পিতৃত্ব নির্ণয়ের জন্যও ডিএনএ টেস্ট করা হয়। এসব ক্ষেত্রে ডিএনএ টেস্ট সঠিক ফলাফল দিয়ে থাকে।
২। কুলির থ্যালাসেমিয়া বলতে কী বোঝো?
উত্তর: বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া বলে।
রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থানজনিত রোগের নাম থ্যালসেমিয়া। দুই ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়। যথা আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া। β-গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হলে, এই রোগ হয়ে থাকে।
৩। বিবর্তন বলতে কী বোঝো?
উত্তর: হাজার হাজার বছর সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার জন্য যে পরিবর্তন ও অভিযোজন প্রক্রিয়া চলে, তাকে বিবর্তন বলে।
পৃথিবীতে বর্তমানে যত জীব আছে তারা বিভিন্ন সময়ে এই ভূ-মণ্ডলে আবির্ভূত হয়েছে। যাদের কিছু সংখ্যক বিলুপ্ত হয়েছে। আবার কোন জীব নিজের ধীর পরিবর্তন ঘটিয়ে এখনো টিকে আছে। এ প্রক্রিয়াই হলো বিবর্তন।
৪। প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো?
উত্তর: অনুকূল (বা অভিযোজনমূলক) প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ-সুবিধা ভোগ করে, এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলে বা বিবর্তনের ধারায় বেঁচে থাকার জন্য কোনো জীবে যেসব শারীরিক গঠন, আবাস ও অভ্যাসের পরিবর্তন করে, যার কারণে প্রকৃতি তাদের বেঁচে থাকার জন্য মনোনীত করে, এসব প্রক্রিয়াই হলো প্রাকৃতিক নির্বাচন।
এসব জীব প্রতিকূল পরিবেশে অভিযোজনের মাধ্যমে বেঁচে থাকার সক্ষমতা অর্জন করে এবং তাদের অভিযোজিত গুণাবলি বংশপরম্পরায় তাদের সন্তান-সন্তানাদিতে সঞ্চারিত করে। ফলে তারাও বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়।
৫। রক্তের লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর: রক্তের লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ থ্যালাসেমিয়া।
লোহিত রক্ত কণিকা দুই ধরনের প্রোটিন α-গ্লোবিউলিন ও β-গ্লোবিউলিন দ্বারা গঠিত। লোহিত রক্ত কোষে এ দুটি প্রোটিনের জিন নষ্ট হলে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। সুতরাং লোহিত রক্ত কণিকায় প্রোটিনের জিন নষ্ট হওয়ার কারণে থ্যালাসেমিয়া রোগ হয়। এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে।
৬। থ্যালাসেমিয়া কেন হয়? ব্যাখ্যা করো।
উত্তর: লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থানজনিত রোগের নাম থ্যালাসেমিয়া।
লোহিত রক্ত কণিকা দুই ধরনের প্রোটিন দ্বারা তৈরি হয়। যথা, α-গ্লোবিউলিন ও β-গ্লোবিউলিন। লোহিত রক্ত কণিকার এ দুটি প্রোটিনের জিন নষ্ট হলে থ্যালাসেমিয়া হয়। যখন α-গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকে কিংবা পরিবর্তিত হয়, তখন α- থ্যালাসেমিয়া রোগ হয়। আবার যখন β-গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়, তখন β-থ্যালাসেমিয়া রোগ হয়।
৭। কোনো শিশুর পিতা নির্ণয় করতে DNA টেস্ট প্রয়োজন হয় কেন?
উত্তর: বিভিন্ন জৈবিক নমুনা থেকে DNA সংগ্রহ করে তা বিশ্লেষণপূর্বক বিশেষ কোনো কাজে ব্যবহারের বিজ্ঞানভিত্তিক পদ্ধতিকে বলা হয় DNA টেস্ট।
একটি শিশুর দেহে তার পিতার জিন সঞ্চারিত হয়। সুতরাং শিশুর DNA তার পিতার DNA এর অনুরূপ হবে। তাই একটি শিশুর পিতা নির্ণয় করতে DNA টেস্ট করা প্রয়োজন।
ফারহানা রহমান
সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা।
প্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘বারো অধ্যায়: জীবের বংশগতি ও বিবর্তন’ থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
[গত সংখ্যার পর]
১। ডিএনএ টেস্ট করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বিভিন্ন জৈবিক নমুনা থেকে ডিএনএ সংগ্রহ করে তা বিশ্লেষণপূর্বক বিশেষ কোনো কাজে ব্যবহারের বিজ্ঞানভিত্তিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ টেস্ট।
সঠিকভাবে অপরাধী শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্ট করা হয়। এ ছাড়া বংশগত রোগের চিকিৎসায়, অনাকাঙ্ক্ষিত সন্তানের পিতৃত্ব নির্ণয়ের জন্যও ডিএনএ টেস্ট করা হয়। এসব ক্ষেত্রে ডিএনএ টেস্ট সঠিক ফলাফল দিয়ে থাকে।
২। কুলির থ্যালাসেমিয়া বলতে কী বোঝো?
উত্তর: বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া বলে।
রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থানজনিত রোগের নাম থ্যালসেমিয়া। দুই ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়। যথা আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া। β-গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হলে, এই রোগ হয়ে থাকে।
৩। বিবর্তন বলতে কী বোঝো?
উত্তর: হাজার হাজার বছর সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার জন্য যে পরিবর্তন ও অভিযোজন প্রক্রিয়া চলে, তাকে বিবর্তন বলে।
পৃথিবীতে বর্তমানে যত জীব আছে তারা বিভিন্ন সময়ে এই ভূ-মণ্ডলে আবির্ভূত হয়েছে। যাদের কিছু সংখ্যক বিলুপ্ত হয়েছে। আবার কোন জীব নিজের ধীর পরিবর্তন ঘটিয়ে এখনো টিকে আছে। এ প্রক্রিয়াই হলো বিবর্তন।
৪। প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো?
উত্তর: অনুকূল (বা অভিযোজনমূলক) প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ-সুবিধা ভোগ করে, এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলে বা বিবর্তনের ধারায় বেঁচে থাকার জন্য কোনো জীবে যেসব শারীরিক গঠন, আবাস ও অভ্যাসের পরিবর্তন করে, যার কারণে প্রকৃতি তাদের বেঁচে থাকার জন্য মনোনীত করে, এসব প্রক্রিয়াই হলো প্রাকৃতিক নির্বাচন।
এসব জীব প্রতিকূল পরিবেশে অভিযোজনের মাধ্যমে বেঁচে থাকার সক্ষমতা অর্জন করে এবং তাদের অভিযোজিত গুণাবলি বংশপরম্পরায় তাদের সন্তান-সন্তানাদিতে সঞ্চারিত করে। ফলে তারাও বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়।
৫। রক্তের লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর: রক্তের লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ থ্যালাসেমিয়া।
লোহিত রক্ত কণিকা দুই ধরনের প্রোটিন α-গ্লোবিউলিন ও β-গ্লোবিউলিন দ্বারা গঠিত। লোহিত রক্ত কোষে এ দুটি প্রোটিনের জিন নষ্ট হলে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। সুতরাং লোহিত রক্ত কণিকায় প্রোটিনের জিন নষ্ট হওয়ার কারণে থ্যালাসেমিয়া রোগ হয়। এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে।
৬। থ্যালাসেমিয়া কেন হয়? ব্যাখ্যা করো।
উত্তর: লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থানজনিত রোগের নাম থ্যালাসেমিয়া।
লোহিত রক্ত কণিকা দুই ধরনের প্রোটিন দ্বারা তৈরি হয়। যথা, α-গ্লোবিউলিন ও β-গ্লোবিউলিন। লোহিত রক্ত কণিকার এ দুটি প্রোটিনের জিন নষ্ট হলে থ্যালাসেমিয়া হয়। যখন α-গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকে কিংবা পরিবর্তিত হয়, তখন α- থ্যালাসেমিয়া রোগ হয়। আবার যখন β-গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়, তখন β-থ্যালাসেমিয়া রোগ হয়।
৭। কোনো শিশুর পিতা নির্ণয় করতে DNA টেস্ট প্রয়োজন হয় কেন?
উত্তর: বিভিন্ন জৈবিক নমুনা থেকে DNA সংগ্রহ করে তা বিশ্লেষণপূর্বক বিশেষ কোনো কাজে ব্যবহারের বিজ্ঞানভিত্তিক পদ্ধতিকে বলা হয় DNA টেস্ট।
একটি শিশুর দেহে তার পিতার জিন সঞ্চারিত হয়। সুতরাং শিশুর DNA তার পিতার DNA এর অনুরূপ হবে। তাই একটি শিশুর পিতা নির্ণয় করতে DNA টেস্ট করা প্রয়োজন।
ফারহানা রহমান
সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫