Ajker Patrika

লোকবলের অভাব টিকা নিতে বিড়ম্বনা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৪৮
লোকবলের অভাব টিকা নিতে বিড়ম্বনা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী গ্রামের আইজন বেওয়া (৯০)। তিনি করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য গতকাল যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু লোকজনের ভিড়ে লাইনেই দাঁড়াতেই পারেননি। একপর্যায়ে বসে পড়েন স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে। অবশ্য পরে টিকা দিতে পেরেছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে টিকা নিতে আসা একাধিক ব্যক্তিরা জানান, একদিকে লোকবলসংকট, অন্যদিকে বৃদ্ধাসহ নারীদের লাইন ছিল দীর্ঘ। ভিড়ের জন্য টিকা নিতে বিড়ম্বনার শিকার হয়েছেন তাঁরা।

গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডোজের টিকা নিতে আসা লোকজনের সংখ্যা পুরুষের তুলনায় নারীদের সংখ্যা ছিল অনেক বেশি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রুহুল আমিন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের সব স্টাফ নিজ দপ্তরের কাজে ব্যস্ত থাকতে হয়। টিকাদানের সময় বাড়তি চাপ আসে আমাদের ওপরে। পর্যাপ্ত লোকবলের অভাবে টিকা নিতে আসা লোকজনের ভিড় সামাল দেওয়া সম্ভব হয় না। যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে, তাহলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।’

টিকা নিতে আসা তাঁরা বানু বলেন, ‘আজ আমি ও আমার বৃদ্ধা মা টিকা নিতে এসেছি। মেয়েদের লাইনে খুব ভিড়। বাধ্য হয়ে মাকে অন্যত্র বসিয়ে রেখে নিজে লাইনে দাঁড়িয়েছি।’

এ সময় কথা হয় আনিছুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আজ টিকা নিতে আসা লোকজনের মধ্যে সবচেয়ে বেশি ভিড় মেয়েদের লাইনে। এখানে কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। নেই পর্যাপ্ত লোকবল।’

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রিপন হোসেন বলেন, ‘ছেলেদের তুলনায় মহিলাদের লাইন অনেক বড়, এ কারণে অনেক বৃদ্ধা লাইনে দাঁড়াতে পারছেন না। অনেকে অসুস্থও হয়েছেন। তাই আমরা একটি হ্যান্ড মাইক নিয়ে বারবার বলে দিচ্ছি, বৃদ্ধ লোকদের সবার আগে টিকা দেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ এনায়েত হোসেন জানান, গতকাল সিনোর্ফামের প্রথম ডোজের ৬০০ এবং দ্বিতীয় ডোজের ৪০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত