Ajker Patrika

মাঝের ওভারে বদলে যাওয়া বাংলাদেশকে কি দেখা যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঝের ওভারে বদলে যাওয়া বাংলাদেশকে কি দেখা যাবে

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটের ধারণা অনেকটাই বদলে দিয়েছে ইংল্যান্ড। ৩০০ রান এখন যেমন অনায়াসে হচ্ছে, তেমনি সেটা সফলভাবে তাড়াও হচ্ছে হরহামেশা। ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উচ্চকিত, সেটির একটি গুরুত্বপূর্ণ কারণ, মাঝের ওভারে খেলাটা বড় মন্থর হয়ে আসা।

মাঝের ওভারগুলোয় শুধু রান তোলার গতিই কি কমে আসে? বোলারদের বোলিংও মন্থর হয়ে যায়। ২০১৯ বিশ্বকাপের পর এই রেশটা কমেছে। ব্যাটিংয়ে শুরুতে বড় বড় দলের সঙ্গে বাংলাদেশের ব্যাটাররা তাল মেলাতে খাবি খেয়েছেন। তবে গত দুই বছরে এই দূরত্বটা অনেক কমে এসেছে। সেটা শুধু রান তোলার গতিতে নয়, উইকেটপ্রতি রান তোলার গড়েও। ২০১৯ বিশ্বকাপের পরের দুই বছরে বাংলাদেশের ব্যাটাররা মাঝের ওভারে (১০.১ থেকে ৩৯.৫) রান তুলেছেন ৪.৯৩ রেটে। এ সময় বাংলাদেশের চেয়ে বেশি রেটে রান তুলেছেন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ব্যাটাররা। দুই দল যথাক্রমে ৪.৯৭ ও ৫.০২ রেটে মাঝের ওভারে রান করেছেন। এই দুই বছরে সর্বোচ্চ ৫.৮৬ রেটে রান তুলেছেন ভারতীয় ব্যাটাররা।

উইকেটপ্রতি রানের গড়েও ভারত-অস্ট্রেলিয়ার মতো দলগুলোর চেয়ে যোজন-যোজন পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে গত দুই বছরে মাঝের ওভারে রান তোলায় অনেক এগিয়েছেন সাকিব-তামিমরা। এ সময় বাংলাদেশের ব্যাটাররা ওভারপ্রতি ৫.১২ রেটে রান তুলেছেন; যা শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর চেয়েও ভালো। অস্ট্রেলিয়া-ভারতের মতো র‍্যাঙ্কিংয়ের ওপরের সারির দলগুলোর সঙ্গেও পার্থক্য কমে এসেছে। ওভারপ্রতি সর্বোচ্চ ৫.৯ রেটে তুলেছেন ইংল্যান্ড ব্যাটাররা। দ্রুত রান তোলা আর উইকেট আগলে রাখার মধ্যেও ভালো ভারসাম্য বজায় রাখার প্রবণতা বাংলাদেশের ব্যাটারদের। উইকেটপ্রতি রানের গড়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশরাও। এই দুই বছরে বাংলাদেশের উইকেটপ্রতি রানের গড় ৪১.৪২। ইংল্যান্ডের ৩৯.৮২। উইকেটপ্রতি রানের গড়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রান তোলার গড়ে তালিকার তিনে থাকা ভারত (৪০.৭৮) ও বাংলাদেশের ঠিক ওপরে থাকা অস্ট্রেলিয়া (৩৩.৮৫)।

মাঝের ওভারে বাংলাদেশের এই পরিবর্তনে নতুন হাওয়া লাগিয়েছেন তাওহীদ হৃদয়। বিশেষ করে ঘরে ও ঘরের বাইরে আয়ারল্যান্ডের বিপক্ষে গত দুই সিরিজে।হাথুরুসিংহের এই দলের অন্যতম আবিষ্কার বলা যায় হৃদয়কে। নিজেকে বদলে ফেলা হৃদয়ের আগ্রাসনের ছোঁয়া লেগেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। গত দুই সিরিজে ৬ ম্যাচে তাঁর রান ২৪৯। বাংলাদেশ দলের জন্য যেটা সবচেয়ে স্বস্তিকর, হৃদয়ের ১১১.১৬ স্ট্রাইক রেট। দ্রুত রান তোলার ব্যাপারটা অস্ট্রেলিয়ায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দেখছেন নাজমুল আবেদিন ফাহিম।

বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ফাহিম আজকের পত্রিকাকে বলেছেন, ‘গত বছর থেকে এটা দেখছি; বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে। এরপর থেকে ব্যাটাররা তাঁদের আগের চেয়ে অনেক বেশি রেটে রান করেছে। সেটারই ধারাবাহিকতা দেখেছি আমরা ওয়ানডেতে। এমনকি আমাদের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টেও ব্যাটাররা আগের চেয়ে অনেক বেশি স্ট্রাইক রেটে রান করেছে।’ মাঝের ওভারে বদল আসার পেছনে টপ অর্ডারে নাজমুল হোসেন শান্তদের ভালো করার কৃতিত্ব দেখেন ফাহিম। আগামী পরশু থেকে চট্টগ্রামে শুরু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজেও কি দেখা যাবে ‘বদলে যাওয়া’ বাংলাদেশকে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত