Ajker Patrika

আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার পুলিশ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১০: ৪৬
আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার পুলিশ

বাকেরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। গত সোমবার রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, গত ১৯ এপ্রিল রাতে ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুন এবং রনি মোল্লার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত রনিকে শেবাচিম হাসপাতালে আনার পর রাত সাড়ে ৩টায় মৃত ঘোষণা করে চিকিৎসকেরা।

ওই ঘটনায় হত্যা মামলা হলে বিশেষ অভিযানের অংশ হিসেবে গত সোমবার রাতে সার্ষী তদন্ত কেন্দ্রের ইনচার্জ তারিক হাসান রাসেলের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোনাপুর গ্রামে হত্যা মামলার আসামি মনির হাওলাদারকে গ্রেপ্তার করতে গেলে তাঁর স্ত্রী কুলসুম বেগম ঘরে থাকা ধারালো বটি দিয়ে বাকেরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক কৃষ্ণ কান্ত মিত্রর মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে।

কৃষ্ণ কান্ত মিত্রকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠান।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার জানান, এ ঘটনায় হত্যা মামলার আসামি মনির হাওলাদারসহ তাঁর স্ত্রী কুলসুম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত