Ajker Patrika

সংযোগ সড়কে মাটি নেই সেতুতে বন্ধ যান চলাচল

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩: ৫৫
সংযোগ সড়কে মাটি নেই সেতুতে বন্ধ যান চলাচল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লালপুর গ্রামের কালী নদীর ওপরের সেতুর রেলিং ভেঙে গেছে। মাটি নেই সেতুর দুই পাশের সংযোগ সড়কে। তাই বন্ধ রয়েছে মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ ছোট-বড় যানবাহন চলাচল। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করা হোক কিংবা সংস্কার করা হোক।

সম্প্রতি লালপুর গ্রামে গেলে কথা হয় স্থানীয়দের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশের উত্তর নন্দরামপুর, কলাকূপা, মাধবদী, আকবরনগর, মীরেরচর, গজারিয়া, মানিকদীসহ বিভিন্ন গ্রামের মানুষ এই পথে চলাচল করে। সেতুর কয়েকটি অংশের রেলিং ভেঙে রড বেরিয়ে গেছে। দুই পাশের সংযোগস্থলে পর্যাপ্ত মাটি নেই। খসে পড়ছে সেতুর বিভিন্ন অংশের কংক্রিটের ঢালাই। এ ছাড়া সেতুর পাশের অনেক ইট ও রড স্থানীয় মাদকাসক্তরা খুলে নিয়ে গেছে। এখন এই সেতুতে মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ ছোট-বড় যানবাহন চলাচল করতে পারে না। সেতুতে এখন নিয়মিত আড্ডা দেয় স্থানীয় মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্যরা।

স্থানীয় বাসিন্দা এস এইচ বাকিবিল্লাহ বলেন, ‘লালপুরের কয়েক হাজার মানুষ এই পথে সেতুটি ব্যবহার করে। কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, দ্রুততম সময়ে সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করা হোক। যদি তা-ও না হয়, অন্তত সেতুটি সংস্কার করা হোক।’

মো. সুমন মিয়া নামের আরেক বাসিন্দা বলেন, বখাটেদের উৎপাত বন্ধ করার পাশাপাশি সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া দৈনিক আজকের পত্রিকাকে বলেন, সেতুর বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত