Ajker Patrika

বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে ভালকুটিয়া গ্রামে নয়নদী শাখা খালের ওপর নির্মিত বেইলি সেতুটির পাটাতন ভেঙে গেছে। 
গতকাল মঙ্গলবার সকালে সরিষাভর্তি একটি ট্রাক সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলের দিকে আটকে পড়া ট্রাকটি উদ্ধার করা হয়। সন্ধ্যা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে সরিষাভর্তি একটি ট্রাক বেইলি সেতু দিয়ে পার হচ্ছিল। এ সময় হঠাৎ করেই পাটাতন ভেঙে ট্রাকটি সেতুতে আটকে যায়। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থবির হয়ে পড়ে দুই পারের যোগাযোগ।

দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা। পরে বিকেলের দিকে আটকে পড়া ট্রাকটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়।

তবে সন্ধ্যা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, বেইলি সেতুর অবস্থা নাজুক হওয়ায় প্রতিদিনই অনেক যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুটিতে স্টিলের পাটাতন ক্ষয়ে গেছে। ফলে মোটরসাইকেলসহ হালকা যানবাহন প্রায়ই চাকা পিছলে দুর্ঘটনার শিকার হয়। তবে এ সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ করা হলেও তা উপেক্ষা করে চলছে ভারী যান। তারপরও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

চলতি বছরেই কয়েকবার রিপেয়ার করা হয়েছে সেতুটির বিভিন্ন অংশ। কিন্তু কাজের মান ভালো না হওয়ায় কয়েক দিন পরপরই এ সেতুতে ঘটছে দুর্ঘটনা। তবে এ মুহূর্তে সেতুটি ভালোভাবে সংস্কার না করলে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বিকল্প উপায় না পেয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এই অঞ্চলের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই সেতু।

জানা গেছে, ২০১৩ সালে ধলেশ্বরী সেতু চালু হওয়ার পর এই সড়ক ব্যবহার বেড়ে যায় কয়েক গুণ। ফলে টাঙ্গাইল থেকে আরিচা ও পাটুরিয়া ঘাট যেতে ফেরি পারাপারের বিড়ম্বনার দিন শেষ হয়। এতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এ সড়ক ব্যবহার করে টাঙ্গাইল, জামালপুর, শেরপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচল করে। এ ছাড়া প্রতিদিন কয়েক শ সিএনজিচালিত অটোরিকশাসহ ক্ষুদ্র যানবাহন টাঙ্গাইল-আরিচা-পাটুরিয়া এলাকায় চলাচল করে এ সেতু ব্যবহার করে। এ ছাড়া পদ্মার ওপারের রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, নড়াইলসহ কয়েকটি জেলায় চলাচলের পথ সুগম হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে মেরামতের বিষয়টি নিশ্চিত হয়েছি। সাময়িকভাবে চলাচলের উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরই সেতু থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। এখানে নতুন সেতু নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খুব শিগগির কাজ শুরু হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত