Ajker Patrika

মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৪০
Thumbnail image

সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নগরের উন্নয়ন ধারাবাহিকতার অংশ হিসেবেই শ্মশানঘাটের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এ ছাড়া নগরের অন্যান্য শ্মশানঘাটের উন্নয়নেও সিসিকের আলাদা আলাদা প্রকল্প কাজ করছে।

সিসিক সূত্রে জানা গেছে, ‘চালিবন্দর মহাশ্মশান আধুনিকায়ন ও অবকাঠামো সুবিধা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় শ্মশান চত্বরে একটি কালি মন্দির নির্মাণ, শেষকৃত্যানুষ্ঠানের জন্য পাঁচটি চুলা নির্মাণ, শ্মশান চত্বরের পুকুর সংরক্ষণে রিটেইনিং ওয়াল নির্মাণ ও সৌন্দর্যবর্ধন করা হবে। শ্মশান চত্বরে একটি ভবন নির্মাণ করা হবে, যেখানে শ্মশানের কার্যালয় ও পূজারি দর্শনার্থীদের জন্য অপেক্ষা গৃহ থাকবে। এ ছাড়া শ্মশান চত্বরে একটি প্রশস্ত নাটমন্দির নির্মাণ করা হবে। প্রকল্প বাস্তবায়নে প্রথম পর্যায়ে সাড়ে ৩ কোটি টাকার কাজ শুরু হলো।

চালিবন্দর মহাশ্মশান ঘাটের আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী চন্দ্রনাথ নন্দ, চালিবন্দর শ্মশান সংস্কার সমিতির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য অ্যাডভোকেট, বিজয় কুমার দেব ভুলু অ্যাডভোকেট, বিভাস শ্যাম যাদন, মলয় পুরকায়স্থ, বিশ্বজিৎ দত্ত, চন্দন দাশ, ডা. পরেশ চন্দ্র দেবনাথ, উত্তম ঘোষ, রাখাল দে, সন্তু দাস অ্যাডভোকেট, কিশোর ভট্টাচার্য জনি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত