Ajker Patrika

সার দরকার ৩ বস্তা জুটছে এক বস্তা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
Thumbnail image

দিনাজপুরের নবাবগঞ্জে আমন ধান চাষে প্রয়োজনীয় ইউরিয়া সার পাচ্ছেন না চাষিরা। ডিলারদের দোকানের সামনে তাঁরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। শেষে চাহিদার এক-তৃতীয়াংশ সার নিয়ে ফিরতে হচ্ছে।

গতকাল বুধবার উপজেলা সদরে সার নিতে আসা আমনচাষিদের সঙ্গে কথা বলে ভোগান্তির এমন তথ্য পাওয়া গেছে।

বিনোদনগর ইউনিয়নের কৃষক আলতাফ হোসেন জানান, তাঁর তিন বিঘা জমিতে আমন চাষে তিন বস্তা ইউরিয়া সার দরকার। এখানে লাইনে দাঁড়িয়ে পেলেন এক বস্তা। বাকি সার খোলাবাজার থেকে বেশি দামে সংগ্রহ করতে হবে। এতে এবার আমন চাষে খরচ বেড়ে যাবে।

পূর্ব জয়দেবপুর গ্রাম থেকে সার নিতে আসা সুভাষ চন্দ্র সরকার বলেন, ‘প্রায় ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর সার পেলাম। চলতি মৌসুমে যে জমিতে আমন চাষ করেছি, তাতে আজকে (বুধবার) অন্তত তিন বস্তা সার দরকার। কিন্তু এখানে জনপ্রতি এক বস্তার বেশি সার দেওয়া হচ্ছে না।’

সুভাষ চন্দ্র অভিযোগ করে বলেন, ডিলারদের জনপ্রতি সর্বোচ্চ এক বস্তা সার দেওয়ার নীতির কারণে যার তিন বস্তা দরকার তিনি যেমন এক বস্তা পাচ্ছেন, তেমনি যার ১০ কেজি সারের প্রয়োজন তিনিও পাচ্ছেন এক বস্তা (৫০ কেজি)। এতে বেশি চাহিদা থাকা চাষিরা সার পেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন।

আমনচাষিদের সঠিক তথ্য নিয়ে তালিকার মাধ্যমে সার বিক্রি করার দাবি জানান কৃষক সুভাষ।

উপজেলার গোলাপগঞ্জ বাজারের ডিলার বিজয় কুমার পাল আজকের পত্রিকাকে জানান, বেশ কিছু দিন পর হঠাৎ বৃষ্টি হওয়ায় সবাই আমন খেতে সার দিচ্ছেন। এতে ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। ডিলাররা সরকারের কাছ থেকে বস্তাপ্রতি ১ হাজার টাকা দিয়ে কিনে সাধারণ কৃষকদের কাছে ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে নবাবগঞ্জে সারের চাহিদা ৩ হাজার ৫৭০ মেট্রিক টন। এর বিপরীতে সরকারি বরাদ্দ মিলেছে ১ হাজার ১৯০ মেট্রিক টন। বরাদ্দের তুলনায় প্রায় তিন গুণ চাহিদা থাকায় সার পেতে কৃষকদের একটু ভোগান্তি হচ্ছে।

কৃষকদের তালিকার বিষয়ে কৃষি কর্মকর্তা জানান, এ ধরনের কোনো নির্দেশনা নেই। তবে ডিলারদের বস্তা ভেঙে সার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। যাদের বেশি সার লাগবে তাদের বিষয়ে কৃষি অফিসকে অবহিত করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত