Ajker Patrika

অবমুক্ত করা ছোট পোনা বড় মাছের ‘পেটে যাবে’

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
Thumbnail image

রংপুরের পীরগঞ্জে ১৬ জলাশয়ে সরকারিভাবে পোনা অবমুক্ত করার সময় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগীরা বলছেন, নিয়ম না মেনে ছোট আকারের যে পোনা দেওয়া হয়েছে, তা বড় মাছগুলো খেয়ে ফেলবে।

গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল পরিষদ পুকুরে অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপকারভোগীরা জানান, রাজস্ব খাতের বরাদ্দ দিয়ে পীরগঞ্জের ১৬টি নির্বাচিত জলাশয়ে ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের ৫৪৫ কেজি পোনা সরবরাহের সিদ্ধান্ত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম অনিল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে এগুলো সরবরাহে নিয়োগ দেন। গতকাল সরবরাহ করা পোনার স্বাস্থ্য, নমুনা ও যথাযথভাবে ওজন পরীক্ষা না করেই বিভিন্ন জলাশয়ে পাঠানো হয়।

নাম প্রকাশ না করে এক উপকারভোগী বলেন, ‘আকারে ছোট এবং ওজন ঠিক না থাকলেও আমরা বাধ্য হয়ে পোনা নিয়েছি। না নিলে তো এটাও লস। মৎস্য কর্মকর্তা যা দেন সেটাই লাভ। এর আগেও দেওয়া পোনা মাছ হিসেবে আমরা ফেরত পাইনি।’ আরেকজন জানান, ছোট ছোট পোনা অবমুক্ত করার পরই পুকুরের তেলাপিয়া মাছগুলো তা খেয়ে ফেলে।

তবে সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল বলেন, এক কেজিতে ১৫ থেকে ২০টি পোনা নেওয়া হয়েছে। ঠিকাদার নিয়োগে কোনো দুর্নীতি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত