Ajker Patrika

বই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ১৯
বই

বছরের পর বছর পছন্দের বই ভালো রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। আপনি পড়েছেন বলেই বইয়ের আবেদন শেষ হয়ে যায়নি। আপনার পরবর্তী প্রজন্মের কাছে বইগুলো হয়ে উঠতে পারে অমূল্য সম্পদ।

  • নোংরা হাতে বই ধরবেন না। বইয়ের পৃষ্ঠা ময়লা হয়ে যাবে।
  • কোথায় পড়া শেষ হয়েছে তা মনে রাখার জন্য পাতার ওপরের অংশ ভাঁজ করে রাখবেন না। পেজ মার্কার ব্যবহার করুন।
  • দীর্ঘদিন ভালো রাখতে প্লাস্টিকের কভার দিয়ে বই মুড়ে রাখুন।
  • নিয়মিত রোদ পড়ে এমন জায়গা থেকে বই দূরে রাখুন। রোদ পড়লে বইয়ের পাতা দ্রুত হলদে হয়ে যায়। বইয়ের রঙের উজ্জ্বলতাও কমে।
  • নিয়মিত বইয়ের ধুলাবালি পরিষ্কার করুন। ভেজা কাপড় দিয়ে মুছলে কিছুক্ষণের জন্য রোদে রাখুন।
  • শেলফ থেকে বই বের করার সময় মাঝামাঝি অংশ ধরে টান দিন। ওপরের অংশ ধরে টান দিয়ে বই বের করলে দ্রুত নষ্ট হওয়ার ভয় থাকে।
  • পোকামাকড়ের উৎপাত থেকে বাঁচতে বইয়ের তাকের পেছনে নিমপাতার ডাল বা ন্যাপথলিন রাখুন।
  • ওপরের কভারটি খোলা সম্ভব হলে খুলে নিয়ে বই পড়ুন। পড়া শেষে কভারটি লাগিয়ে নিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...