অজয় দাশগুপ্ত
পদ্মা সেতু: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি বিষয়ে সেমিনারের আয়োজন করেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছিল উদ্যোক্তা। উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন আলোচনায় যুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের। কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি যথার্থই বলেছেন, ‘বাস্কেট কেস’-এর বদনাম ছিল বাংলাদেশের। খাদ্যসহ প্রায় সব নিত্যপণ্যে পরনির্ভর, একটি কালভার্ট নির্মাণেও যে দেশকে হাত বাড়াতে হতো ‘দাতা-উন্নয়ন সহযোগীদের’ কাছে, তাদের এমন অর্জন! নিজেদের অর্থে এত বড় প্রকল্পের বাস্তবায়ন! প্রকৃতই একাত্তরের চেতনা—পদ্মা সেতুর চেতনা!!
কেবল দক্ষিণাঞ্চল নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল হিসেবে পরিচিত খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর অর্থনীতির জন্য এ প্রকল্প সম্ভাবনা সৃষ্টি করবে।
পদ্মা সেতু চালু হলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়নের যে অপরিমেয় চাহিদা সৃষ্টি হবে, তার সঙ্গে মানবসম্পদ জোগানের সামঞ্জস্য সৃষ্টি করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা বড় চ্যালেঞ্জ।
নদ-নদীর অঞ্চল হচ্ছে বরিশাল। আমাদের পরিবেশ রক্ষায় মিঠাপানির ভূমিকা গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু চালু হলে নদ-নদী নিয়মিত ড্রেজিং করার কাজ যেন বন্ধ না হয়ে যায়, বিষয়টির প্রতি সংশ্লিষ্ট সবার মনোযোগ আকর্ষণ করছেন বিশেষজ্ঞরা।
বরিশালের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এভাবে, বাংলাদেশে সড়কপথ, রেলপথ, বিমানবন্দর—এসব নির্মাণ ব্যয়বহুল। নদ-নদী প্রকৃতির দান। রাষ্ট্রের দায়িত্ব কেবল এ সম্পদের রক্ষণাবেক্ষণ। কিন্তু এ জন্য পর্যাপ্ত বরাদ্দ কি আছে?
পদ্মা সেতুপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব কমবে ১০০ কিলোমিটার কিংবা তারও বেশি। ঢাকা-মাওয়া সড়কপথ নতুন রূপ পেয়েছে। যাঁরা এ পথে নিয়মিত চলাচল করছেন, তাঁদের কাছে এ পথ যেন ইউরোপ-আমেরিকার মহাসড়ক। এ পথ ব্যবহার করে বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর প্রভৃতি জেলার বাসিন্দারা প্রতিদিন নিজেদের বাড়ি থেকেই ঢাকায় অফিস করতে পারবেন। রেলপথ চালু হলে বরিশাল, খুলনা বা যশোর থেকে দেড়-দুই ঘণ্টাতেই ঢাকা যাওয়া-আসা করা যাবে। এর ফলে রাজধানীর ওপর মানুষের চাপ কমবে।
ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত উন্নত বিশ্বের মানের চার লেনের সড়ক তৈরি হয়েছে। কিন্তু ভাঙ্গা থেকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠিতে এমন মানের সড়ক নির্মাণের অগ্রগতি কত দূর? সেতু চালু হলে প্রতিদিন ২৫ হাজারের মতো গাড়ি চলবে। ফলে চাপ বাড়বে সড়কের ওপর। ঢাকা থেকে এক ঘণ্টাতেই গাড়ি চলে যাবে ভাঙ্গার মোড়। তারপর গাড়ি প্রবেশ করবে দুই লেনের ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-বরগুনা সড়কে। এসব সড়ক চার লেনে পরিণত করার কাজ যখন চলবে, তখন কী পরিস্থিতি দাঁড়াবে?
পদ্মা সেতু চালু হলে মোংলা বন্দর ও পায়রা বন্দর চট্টগ্রাম সমুদ্রবন্দরের তুলনায় অনেক কাছে হবে। এমনকি রাজধানী ঢাকার অনেক ব্যবসায়ীও আমদানি-রপ্তানির জন্য চট্টগ্রামের পরিবর্তে মোংলা বন্দর ব্যবহারে উৎসাহী হবেন। রেল ও সড়কপথে বেনাপোল স্থলবন্দর, সাতক্ষীরার স্থলবন্দর ব্যবহারে আগ্রহী হবেন। এ জন্য সড়ক ও রেলপথের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা গুরুত্বপূর্ণ।
পদ্মা সেতুর কারণে খুলনা শিল্পাঞ্চল জেগে উঠবে। কিন্তু বরিশাল বিভাগে তো শিল্প-কারখানাই নেই। এ অঞ্চলের উদ্যোক্তা-প্রশাসন-জনপ্রতিনিধি-রাজনীতিকসহ সংশ্লিষ্টরা এ বিষয়কে কি তাদের নিত্যদিনের এজেন্ডায় পরিণত করবেন?
পদ্মা সেতুর কারণে যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে। শিল্প-কারখানা গড়ে তোলার জন্য সৃষ্টি হবে অনুকূল পরিবেশ। অনেকের কাছে ঢাকা বা আশপাশের চেয়ে বরিশাল-পটুয়াখালী অঞ্চলে কারখানা স্থাপন লাভজনক মনে হবে। সেতুর কারণে শিল্প হবে, সড়ক-হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান-হাউজিং প্রকল্প গ্রহণে এগিয়ে আসবেন উদ্যোক্তারা। পর্যটন সুবিধার প্রসার ঘটবে। এসব কারণে কমে যাবে চাষাবাদের জমি। ফলে কৃষি উৎপাদন কমে যেতে পারে। পরিবেশের ওপর পড়তে পারে বিরূপ প্রভাব। সংশ্লিষ্টরা এসব বিবেচনায় রাখছেন নিশ্চয়ই।
লেখক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক
পদ্মা সেতু: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি বিষয়ে সেমিনারের আয়োজন করেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছিল উদ্যোক্তা। উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন আলোচনায় যুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের। কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি যথার্থই বলেছেন, ‘বাস্কেট কেস’-এর বদনাম ছিল বাংলাদেশের। খাদ্যসহ প্রায় সব নিত্যপণ্যে পরনির্ভর, একটি কালভার্ট নির্মাণেও যে দেশকে হাত বাড়াতে হতো ‘দাতা-উন্নয়ন সহযোগীদের’ কাছে, তাদের এমন অর্জন! নিজেদের অর্থে এত বড় প্রকল্পের বাস্তবায়ন! প্রকৃতই একাত্তরের চেতনা—পদ্মা সেতুর চেতনা!!
কেবল দক্ষিণাঞ্চল নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল হিসেবে পরিচিত খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর অর্থনীতির জন্য এ প্রকল্প সম্ভাবনা সৃষ্টি করবে।
পদ্মা সেতু চালু হলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়নের যে অপরিমেয় চাহিদা সৃষ্টি হবে, তার সঙ্গে মানবসম্পদ জোগানের সামঞ্জস্য সৃষ্টি করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা বড় চ্যালেঞ্জ।
নদ-নদীর অঞ্চল হচ্ছে বরিশাল। আমাদের পরিবেশ রক্ষায় মিঠাপানির ভূমিকা গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু চালু হলে নদ-নদী নিয়মিত ড্রেজিং করার কাজ যেন বন্ধ না হয়ে যায়, বিষয়টির প্রতি সংশ্লিষ্ট সবার মনোযোগ আকর্ষণ করছেন বিশেষজ্ঞরা।
বরিশালের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এভাবে, বাংলাদেশে সড়কপথ, রেলপথ, বিমানবন্দর—এসব নির্মাণ ব্যয়বহুল। নদ-নদী প্রকৃতির দান। রাষ্ট্রের দায়িত্ব কেবল এ সম্পদের রক্ষণাবেক্ষণ। কিন্তু এ জন্য পর্যাপ্ত বরাদ্দ কি আছে?
পদ্মা সেতুপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব কমবে ১০০ কিলোমিটার কিংবা তারও বেশি। ঢাকা-মাওয়া সড়কপথ নতুন রূপ পেয়েছে। যাঁরা এ পথে নিয়মিত চলাচল করছেন, তাঁদের কাছে এ পথ যেন ইউরোপ-আমেরিকার মহাসড়ক। এ পথ ব্যবহার করে বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর প্রভৃতি জেলার বাসিন্দারা প্রতিদিন নিজেদের বাড়ি থেকেই ঢাকায় অফিস করতে পারবেন। রেলপথ চালু হলে বরিশাল, খুলনা বা যশোর থেকে দেড়-দুই ঘণ্টাতেই ঢাকা যাওয়া-আসা করা যাবে। এর ফলে রাজধানীর ওপর মানুষের চাপ কমবে।
ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত উন্নত বিশ্বের মানের চার লেনের সড়ক তৈরি হয়েছে। কিন্তু ভাঙ্গা থেকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠিতে এমন মানের সড়ক নির্মাণের অগ্রগতি কত দূর? সেতু চালু হলে প্রতিদিন ২৫ হাজারের মতো গাড়ি চলবে। ফলে চাপ বাড়বে সড়কের ওপর। ঢাকা থেকে এক ঘণ্টাতেই গাড়ি চলে যাবে ভাঙ্গার মোড়। তারপর গাড়ি প্রবেশ করবে দুই লেনের ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-বরগুনা সড়কে। এসব সড়ক চার লেনে পরিণত করার কাজ যখন চলবে, তখন কী পরিস্থিতি দাঁড়াবে?
পদ্মা সেতু চালু হলে মোংলা বন্দর ও পায়রা বন্দর চট্টগ্রাম সমুদ্রবন্দরের তুলনায় অনেক কাছে হবে। এমনকি রাজধানী ঢাকার অনেক ব্যবসায়ীও আমদানি-রপ্তানির জন্য চট্টগ্রামের পরিবর্তে মোংলা বন্দর ব্যবহারে উৎসাহী হবেন। রেল ও সড়কপথে বেনাপোল স্থলবন্দর, সাতক্ষীরার স্থলবন্দর ব্যবহারে আগ্রহী হবেন। এ জন্য সড়ক ও রেলপথের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা গুরুত্বপূর্ণ।
পদ্মা সেতুর কারণে খুলনা শিল্পাঞ্চল জেগে উঠবে। কিন্তু বরিশাল বিভাগে তো শিল্প-কারখানাই নেই। এ অঞ্চলের উদ্যোক্তা-প্রশাসন-জনপ্রতিনিধি-রাজনীতিকসহ সংশ্লিষ্টরা এ বিষয়কে কি তাদের নিত্যদিনের এজেন্ডায় পরিণত করবেন?
পদ্মা সেতুর কারণে যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে। শিল্প-কারখানা গড়ে তোলার জন্য সৃষ্টি হবে অনুকূল পরিবেশ। অনেকের কাছে ঢাকা বা আশপাশের চেয়ে বরিশাল-পটুয়াখালী অঞ্চলে কারখানা স্থাপন লাভজনক মনে হবে। সেতুর কারণে শিল্প হবে, সড়ক-হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান-হাউজিং প্রকল্প গ্রহণে এগিয়ে আসবেন উদ্যোক্তারা। পর্যটন সুবিধার প্রসার ঘটবে। এসব কারণে কমে যাবে চাষাবাদের জমি। ফলে কৃষি উৎপাদন কমে যেতে পারে। পরিবেশের ওপর পড়তে পারে বিরূপ প্রভাব। সংশ্লিষ্টরা এসব বিবেচনায় রাখছেন নিশ্চয়ই।
লেখক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫