Ajker Patrika

টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৫ শতাংশ মানুষ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪: ১৬
টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৫ শতাংশ মানুষ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৮৮ হাজার ৩৪৭ জন মানুষ। এতে শতকরা প্রথম ডোজ নেওয়ার হার ৩৫ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ৯১৯ জন করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। ইতিমধ্যে এখন পর্যন্ত ৮৮ হাজার ৩৪৭ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৩১ হাজার ৩৩২ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রের (ইপিআই) মেডিকেল টেকনোলজিস্ট সঞ্জীব কুমার সেন জানান, শাহরাস্তি পৌরসভা ও ১০টি ইউনিয়নে গণ টিকাসহ উপজেলার ১টি স্থায়ী কেন্দ্র, ২৫টি কমিউনিটি ক্লিনিক, ৯টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মাধ্যমে এসব টিকা দেওয়া হয়েছে। প্রদানকৃত টিকার মধ্যে ৮৩ হাজার ১৩৯ জনকে সিনোফার্ম ১ম ডোজ ও ৩৮ হাজার ৩৯ জনকে ২য় ডোজ এবং ৫ হাজার ২০৮ জনকে কোভিশিল্ড প্রথম ডোজ ও ৪ হাজার ৯৫০ জনকে ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, শাহরাস্তি উপজেলায় জনসংখ্যা ৩ লাখের মতো। এখানে ১ লাখ ৯১৯ জন ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। লক্ষ্যমাত্রা ছিল নভেম্বরে ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা। ইতিমধ্যে ৩৫ শতাংশ লোক টিকা গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, উপজেলায় এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারীরা সুস্থ রয়েছেন। কোথাও ভ্যাকসিন গ্রহণ পরবর্তী কোন জটিলতার খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত