Ajker Patrika

মৃতপ্রায় ইবির প্রধান ফটকের কৃষ্ণচূড়া

ইবি প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
মৃতপ্রায় ইবির প্রধান ফটকের কৃষ্ণচূড়া

অযত্ন অবহেলায় মৃতপ্রায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেইন গেটের সামনের কৃষ্ণচূড়া গাছটি। প্রকৃতির পালাবদলে কৃষ্ণচূড়া গাছটি মেলে ধরতো তার আপন রূপ। এতে মুগ্ধ হয়ে শিক্ষার্থী ও দর্শনার্থীরা ছবি তুলত হুমড়ি খেয়ে। স্মৃতিবিজড়িত সেই গাছটির বর্তমান ও আগের ছবি পাশাপাশি বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগপ্রবণ হতে দেখা যায় শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ক্যালেন্ডার কিংবা বিভিন্ন সংবাদমাধ্যমে কৃষ্ণচূড়ার দগদগে লাল ফুল সমৃদ্ধ ছবিটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু গাছটি এখন নিষ্প্রাণ। গাছটির এমন অবস্থা মেনে নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছটির পূর্বের ছবির সঙ্গে বর্তমান সময়ের চিত্র দিয়ে দুঃখ প্রকাশ করছেন অনেকে।

লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূড়া গাছটি দীর্ঘদিন ধরে অযত্ন এবং অবহেলায় ছিল। গাছের জন্য প্রয়োজনীয় সার দেওয়া তো দূরের কথা; বরং এর মূলে একটু পানি পর্যন্ত দেওয়া হতো না। মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার জন্যই ঐতিহ্যবাহী এই গাছটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রোজদার আলী রূপম বলেন, আমি ব্যক্তি উদ্যোগে গাছটির এ অবস্থা দেখে পরিচর্যা করতে শুরু করি। কিন্তু গাছটি বাঁচানো যাবে বলে মনে হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত