নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ দিন সম্পূর্ণ বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
আজকের পত্রিকাকে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘এখন থেকেই প্রায়োরিটি বেসিসে জনগুরুত্বপূর্ণ এলাকায় পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ শুরুহয়ে যাচ্ছে। আমরা এখনই সব এলাকায় চালু করতে পারছি না। কারণ, আবার যদি ইন্টার্যাপ্ট করে, তাহলে গুরুতর ক্ষতি হবে। এ জন্য পরীক্ষামূলকভাবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব, সবই কভার করা হবে।’
এর আগে গতকাল বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাত থেকেই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হবে। তবে এখনই ফেসবুক, ইউটিউব ব্যবহার করা যাবে না।
বিটিআরসি জানিয়েছে, প্রাথমিকভাবে জনগুরুত্বপূর্ণ এলাকা, যেমন ব্যাংক, হাসপাতাল, ওয়াসা, তিতাস গ্যাস, ডেসকো, গণমাধ্যম—এসব এলাকায় ব্রডব্যান্ড সঞ্চালন সংযোগ চালু হবে। প্রতিনিয়ত এই সংযোগ ক্ষেত্র যুক্ত হতে থাকবে। আবেদনের পরিপ্রেক্ষিতে যে এলাকাকে জনগুরুত্বপূর্ণ মনে হবে, সেখানে সংযোগ চালু করা হবে। তবে এখনই চালু হচ্ছে না মোবাইল ইন্টারনেট।
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৬ জুলাই রাতে মোবাইল অপারেটরদের ফোর-জি সেবা বিঘ্নিত হতে শুরু করে। ফলে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। এরপর ১৮ জুলাই সন্ধ্যা থেকে দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। এতে দেশের ডিজিটাল সব সেবা স্থবির হয়ে পড়ে। বিদ্যুৎ, পানি ও গ্যাসের প্রিপেইড কার্ড রিচার্জ, এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ (এমএফএস) সব ধরনের সেবা বিঘ্নিত হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিড়ম্বনা তৈরি হয় বিদ্যুৎ, পানি ও গ্যাস নিয়ে। কার্ড রিচার্জ করতে না পারায় অনেকের ঘরেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
টানা প্রায় পাঁচ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হন অনলাইনে কাজ করা সাড়ে ছয় লাখের বেশি ফ্রিল্যান্সার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ আজকের পত্রিকাকে জানান, ইন্টারনেট বন্ধ থাকায় তাঁদের দৈনিক ক্ষতি ৮০ কোটি টাকা।
ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় থমকে যায় ই-কমার্স খাত। আমদানি-রপ্তানি ব্যবসাও স্থবির হয়ে পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, ইন্টারনেট বন্ধ থাকার ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে।
পাঁচ দিন সম্পূর্ণ বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
আজকের পত্রিকাকে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘এখন থেকেই প্রায়োরিটি বেসিসে জনগুরুত্বপূর্ণ এলাকায় পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ শুরুহয়ে যাচ্ছে। আমরা এখনই সব এলাকায় চালু করতে পারছি না। কারণ, আবার যদি ইন্টার্যাপ্ট করে, তাহলে গুরুতর ক্ষতি হবে। এ জন্য পরীক্ষামূলকভাবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব, সবই কভার করা হবে।’
এর আগে গতকাল বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাত থেকেই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হবে। তবে এখনই ফেসবুক, ইউটিউব ব্যবহার করা যাবে না।
বিটিআরসি জানিয়েছে, প্রাথমিকভাবে জনগুরুত্বপূর্ণ এলাকা, যেমন ব্যাংক, হাসপাতাল, ওয়াসা, তিতাস গ্যাস, ডেসকো, গণমাধ্যম—এসব এলাকায় ব্রডব্যান্ড সঞ্চালন সংযোগ চালু হবে। প্রতিনিয়ত এই সংযোগ ক্ষেত্র যুক্ত হতে থাকবে। আবেদনের পরিপ্রেক্ষিতে যে এলাকাকে জনগুরুত্বপূর্ণ মনে হবে, সেখানে সংযোগ চালু করা হবে। তবে এখনই চালু হচ্ছে না মোবাইল ইন্টারনেট।
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৬ জুলাই রাতে মোবাইল অপারেটরদের ফোর-জি সেবা বিঘ্নিত হতে শুরু করে। ফলে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। এরপর ১৮ জুলাই সন্ধ্যা থেকে দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। এতে দেশের ডিজিটাল সব সেবা স্থবির হয়ে পড়ে। বিদ্যুৎ, পানি ও গ্যাসের প্রিপেইড কার্ড রিচার্জ, এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ (এমএফএস) সব ধরনের সেবা বিঘ্নিত হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিড়ম্বনা তৈরি হয় বিদ্যুৎ, পানি ও গ্যাস নিয়ে। কার্ড রিচার্জ করতে না পারায় অনেকের ঘরেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
টানা প্রায় পাঁচ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হন অনলাইনে কাজ করা সাড়ে ছয় লাখের বেশি ফ্রিল্যান্সার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ আজকের পত্রিকাকে জানান, ইন্টারনেট বন্ধ থাকায় তাঁদের দৈনিক ক্ষতি ৮০ কোটি টাকা।
ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় থমকে যায় ই-কমার্স খাত। আমদানি-রপ্তানি ব্যবসাও স্থবির হয়ে পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, ইন্টারনেট বন্ধ থাকার ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪