Ajker Patrika

অসময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১: ৩৩
অসময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা

বাবুগঞ্জে ঘূর্ণিঝড় জাওয়াদ ও নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে উপজেলার সরিষা, খেসারি, মসুর, গম চাষিদের পাশাপাশি বিপাকে পড়েছেন শাকসবজির বাগান করা কৃষকেরা।

বাবুগঞ্জ উপজেলার অনেক চাষি আক্ষেপ করে বলেছেন টানা বৃষ্টিতে তলিয়ে গেছে তাঁদের স্বপ্ন। চাষিরা বলছেন, গত এক সপ্তাহের মধ্যে যারা বোরো বীজতলা করেছিলেন তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তেমনি শাকসবজির বাগান করেছেন যাঁরা তাঁরাও আছেন চিন্তায়। উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, এ বছর উপজেলার ১০ হেক্টর জমিতে রোপণকৃত শাক-সবজির ক্ষতি হয়েছে।

চাঁদপাশা গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন সিকদার বলেন, ‘এ বছর আমি ২০ শতাংশ জমিতে টমেটো, বেগুন ও মিষ্টি কুমড়া চাষ করেছি। বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে এখন বিপদে পড়েছি। সেচের মেশিন লাগিয়ে জমির পানি নিষ্কাশন করেও লাভ হবে বলে মনে হয় না। অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। লাল শাকে কালো দাগ পড়ে গেছে। উপজেলা কৃষি কার্যালয় থেকে কোনো ধরনের সুযোগ-সুবিধা পাইনি।’

রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামের মো. রহিম সিকদার বলেন, ‘এবার আমি ২৯ শতাংশ জমিতে ডাল, সরিষা, লাল শাক, পালন শাক ও বিভিন্ন সবজি রোপণ করেছি। বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে।’

এ ছাড়াও একই এলাকার মো. শহিদ হাওলাদার, মো. হাবিবুর রহমান, আফতাব আলী সহ বেশ কয়েকজন কৃষক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান। উপজেলা কৃষি কার্যালয় থেকে এখনো কোনো পরামর্শ বা প্রণোদনা পাননি বলে অবিযোগ করেন তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দীন জানান, ‘নিম্নচাপ এবং অসময়ে বৃষ্টির কারণে বাবুগঞ্জ উপজেলায় ফসলের ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক সমাধানের জন্য আমাদের কৃষি অফিসের অনেক লোক মাঠপর্যায়ে কাজ করছেন। তালিকার বাইরে থাকা কৃষকদের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে না। তাই অনেক কৃষক সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত