Ajker Patrika

জাটকা সংরক্ষণে ৮ মাসের নিষেধাজ্ঞা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১১: ২৫
জাটকা সংরক্ষণে ৮ মাসের নিষেধাজ্ঞা

জাটকা সংরক্ষণে ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৮ মাসের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই সময়ের মধ্যে ভোলার চরফ‍্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা মেনে জেলেদের মাছ ধরার বিষয়ে চলছে সচেতনতামূলক কার্যক্রম।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার টন। চরফ্যাশন উপজেলায় প্রায় ৯০ হাজার জেলে রয়েছে। তাঁদের মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ৪৪ হাজার ২৮১ জন। বাকি জেলেরা অনিবন্ধিত। পর্যায়ক্রমে তাঁদের নিবন্ধনের আওতায় আনা হবে।

সামরাজ ঘাটের বেলাল মাঝি বলেন, ‘কয়েক দিন আগে নদীতে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা ছিল। এখন আবার জাটকা ধরতেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মহাজন আর এনজিওর কাছে দেনা করছি প্রায় ৩৫ হাজার টাকা। দেনা শোধ দেওয়ার কোনো উপায় নাই।’

ঢালচর মৎস্য ঘাটের বিসমিল্লাহ ফিশের মালিক আব্দুস সালাম হাওলাদার জানান, গত মৌসুম শেষে জেলেদের হাতে তাঁর প্রতিষ্ঠানের প্রায় ৫ কোটি টাকার দাদন বকেয়া ছিল। এ মৌসুমে আরও ৫০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। মেঘনা ও তেঁতুলিয়ায় জাটকা ধরায় আট মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এতে দাদনের পরিমাণ আরও বেড়ে যেতে পারে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও চরফ‍্যাশনের নদ-নদীতে ২৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ নিষিদ্ধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত