Ajker Patrika

রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তি ১০ গ্রামের মানুষের

হারুনুর রশিদ, রায়পুরা
আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৪: ৩২
Thumbnail image

নরসিংদীর রায়পুরার উপজেলার সাহেবনগর থেকে উত্তরবাখরনগর বাজার পর্যন্ত রাস্তার প্রায় ১ হাজার ৩০০ মিটার অংশ কাঁচা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তায়। এতে ভোগান্তিতে পড়েন আশপাশের ১০ গ্রামের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন নামের এই রাস্তাটিতে দুই বছর ধরে সংস্কার ও পাকা করার নামে বিভিন্ন সময়ে খোঁড়াখুঁড়ি করা হয়েছে। কিন্তু সংস্কার বা পাকা করা হয়নি। তাঁদের দাবি দ্রুত রাস্তাটি পাকা করা হোক। অন্যদিকে প্রশাসন বলছে, রাস্তাটির কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দরপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সীমানা সংক্রান্ত কোনো জটিলতা নাই মর্মে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। এ মাসেই আবার দরপত্র আহ্বান করা হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাহেবনগর থেকে উত্তরবাখরনগর বাজার পর্যন্ত রাস্তার প্রায় ১ হাজার ৩00 মিটার অংশ কাঁচা। এই রাস্তা পাকাকরণের জন্য দরপত্র আহ্বান করা হয় প্রায় দুবছর আগে। এরপর ঠিকাদার রাস্তাটি পাকা করার জন্য খোঁড়াখুঁড়ি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সীমানা জটিলতার কারণে কিছুদিন পর আটকে যায় কাজ। এবং একপর্যায়ে দরপত্র বাতিল করা হয়।

স্থানীয় বাসিন্দা স্বপন বিশ্বাস বলেন, বৃষ্টি হলে রাস্তার বিভিন্ন গর্তে কাঁদা পানি আটকে যায়। তখন যানবাহন দূরের কথা, হেঁটেও যাতায়াত করা যায় না।

উত্তর বাখরনগর ইউপির চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।’

উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না বলেন, ‘রাস্তাটির কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দরপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সীমানা সংক্রান্ত কোনো জটিলতা নাই মর্মে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। আশা করছি এ মাসেই দরপত্র আহ্বান করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত