Ajker Patrika

পদ্মা সেতুর ব্যয় আরও বাড়ছে

আবু সাইম, ঢাকা
Thumbnail image

উদ্বোধন ও যান চলাচলের ১০ মাস পর নতুন করে ব্যয় ও মেয়াদ বাড়ছে পদ্মা সেতু প্রকল্পের। এ দফায় ২ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় ও এক বছর সময় বাড়ানোর প্রস্তাব করেছে সেতু কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তোলা হচ্ছে প্রকল্পটির সংশোধনী।

সংশোধনী অনুমোদন পেলে প্রকল্পে ১০ হাজার ১৬১ কোটি টাকার মূল ব্যয় বেড়ে দাঁড়াবে ৩২ হাজার ৬০০ কোটি টাকার বেশি।

প্রস্তাবে সেতু কর্তৃপক্ষ বলছে, সেতু পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনা, সরকারি ভ্যাট ও আয়কর বৃদ্ধি পাওয়া, মূল সেতু ও নদীশাসনে পরামর্শক ব্যয় বৃদ্ধি, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, অ্যাপ্রোচ রোডের কিছু অংশ প্রশস্ত করা, উদ্বোধনী অনুষ্ঠানের খরচ, ডলারের মূল্যবৃদ্ধি, সেতুর ২২টি পিয়ারের নকশা পরিবর্তন এবং নির্মাণসামগ্রীর দাম বাড়ার কারণে প্রকল্পের ব্যয় বাড়াতে হচ্ছে।

শেষ মুহূর্তে এসে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আগের তুলনায় ডলারের দাম বেড়েছে। নদীশাসনের কাজ বাকি আছে, ঠিকাদারের অনেক পাওনা এখনো বাকি আছে। এ ছাড়া বিভিন্ন খাতের ব্যয়ও বেড়েছে।

পরিকল্পনা কমিশন বলছে, পদ্মা সেতু প্রকল্পের বর্তমান ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। আগামী জুনেই এ প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। মূল সেতুর কাজ শতভাগ শেষ হলেও প্রকল্পের কাজ হয়েছে ৯৫ ভাগ। এ অবস্থায় তৃতীয় সংশোধনীতে সেতু কর্তৃপক্ষ থেকে প্রথমে ২ হাজার ৬৮২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করে। এর মধ্যে সেতু ও নদীশাসনে পরামর্শক খাতে ৫৭৩ কোটি টাকা, নদীশাসন ও সার্ভিস এরিয়ার মাটি ভরাটে ৮৭৭ কোটি টাকা, মূল সেতু নির্মাণে ১ হাজার ৬৬৫ কোটি টাকা, ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালট্যান্ট এবং অডিট খাতে ৩১ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়। তবে পরিকল্পনা কমিশনের আপত্তি ও মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় আলোচনার পর কিছু খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত হয়।

যোগ হচ্ছে বাড়তি কাজ: মেয়াদের শেষ দিকে এসে প্রকল্পটিতে কিছু নতুন কাজ যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে সেতু পরিচালন ও রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি ক্রয়, অপটিক ফাইবার কেব্‌ল স্থাপন, টোল প্লাজা এলাকার পরিসর বাড়ানো, বাস বে ও ট্রাকের জন্য বিশেষায়িত লেন, আনসার ব্যারাক, জাদুঘরসহ বিভিন্ন ধরনের অনুষঙ্গ। এমনকি সেতু প্রকল্পের সঙ্গে সেতু ভবনের রক্ষণাবেক্ষণ কাজও যুক্ত করার কথা বলা হয়েছে।

সেতু কর্তৃপক্ষের প্রস্তাবে দেখা গেছে, মূল পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১২ হাজার ১৩৩ কোটি টাকা। এটি বেড়ে ১৩ হাজার ৭৯৮ কোটি টাকা হবে।নদীশাসন কাজের ব্যয় ৯ হাজার ৪০০ কোটি থেকে বেড়ে ১০ হাজার ২৭৭ কোটি টাকা হবে। পরামর্শক খাতের ব্যয় ৭৮৮ কোটি থেকে বেড়ে ১ হাজার ২৩৯ কোটি টাকা হবে। নদীশাসন কাজের জন্য অতিরিক্ত সময় লাগছে ৫৫ মাস। অতিরিক্ত কাজের জন্য প্রকল্পের পরামর্শক (কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট) খাতে ৯৫৭ কোটি টাকা ব্যয় বাড়ছে।

জানা গেছে, ২০০৭ সালে অনুমোদন পাওয়া পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মূল ব্যয় ছিল ১০ হাজার ১৬১ কোটি টাকা, ২০১৫ সালে জুনের মধ্যে তা শেষ হওয়ার কথা ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত