Ajker Patrika

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ‘অর্ধেক’

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ‘অর্ধেক’

গ্রামীণ অবকাঠামো সংস্কার নীতিমালা অনুযায়ী সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজ গত ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। কিন্তু বেঁধে দেওয়া এ সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এক সপ্তাহের মধ্যেই বাকি কাজ শেষ হবে। তবে হাওর বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন, কাজ শেষ হয়েছে ৫০ শতাংশ। সময়মতো বাঁধের কাজ শেষ না হওয়ায় আগাম বন্যা নিয়ে শঙ্কিত কৃষক।

ফসল রক্ষা বাঁধের কাজে ধীরগতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে হাওর বাঁচাও আন্দোলন। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

সুনামগঞ্জের একমাত্র বোরো ফসল রক্ষায় জেলার ১২ উপজেলায় প্রতিবছর হাওর রক্ষা বাঁধের কাজে শতকোটি টাকা ব্যয় করে সরকার। চলতি বছর জেলার ১২ উপজেলার জন্য ৭৫৯ কিলোমিটার বাঁধের কাজে ১ হাজার ৫৬টি প্রকল্পে ২০৪ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। গত বছরের চেয়ে চলতি বছরে প্রকল্প ও বরাদ্দের পরিমাণ দ্বিগুণ।

প্রাক্কলিত ব্যয় থেকে এখন পর্যন্ত ১০০ কোটি টাকা ছাড় হয়েছে বলে জানিয়েছে পাউবো সূত্র। সময়মতো অর্থ ছাড় না হওয়ায় এবার বাঁধের কাজ পিছিয়েছে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা। ছাতক উপজেলার এক প্রকল্প সদস্য আব্দুল গনি বলেন, ‘এবার আমরা বরাদ্দের অর্থ দেরিতে পাচ্ছি, তাই কাজ শেষ করতেও দেরি হচ্ছে।’

সময়মতো বাঁধ না হলে আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকেরা। দিরাই উপজেলার কাদিরপুর গ্রামের কৃষক আব্বাছ আলী বাঁধের কাজের মান নিয়ে অভিযোগ করে বলেন, বাঁধে যে পরিমাণ মাটি পড়ার কথা, সেই পরিমাণ মাটি পড়ছে না।

পাউবো আঞ্চলিক প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার বলেন, আগামী সপ্তাহের মধ্যেই হাওরের বাঁধে মাটি ফেলার কাজ শেষ হবে। সরকার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ২০৩ কোটি টাকা প্রকল্প ব্যয়ের মধ্যে এখন পর্যন্ত ১০০ কোটি ছাড় দিয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটি দ্রুত দ্বিতীয় কিস্তি ও তৃতীয় কিস্তির বিলের টাকা পেয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত